এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,২৭ ডিসেম্বর : বাংলাদেশে ফের একজন হিন্দু শিক্ষককে মারধর করে ভয় দেখিয়ে পদত্যাগে বাধ্য করল মুসলিম ছাত্ররা । বাংলাদেশ ন্যাশানাল পার্টির(বিএনপি) ছাত্র সংগঠন যুবদল নেতা সন্ত্রাসী আকবর আলী ও ডায়মন্ড শেখের উসকানিতে মুসলিম ছাত্ররা নন্দন কুমার বড়ুয়াকে মারধর করে পদত্যাগে বাধ্য করেছে স্কুলের মুসলিম ছাত্ররা । নন্দন কুমার বড়ুয়া চট্টগ্রামের হাটহাজারী কুয়াইশ সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন । বৃহস্পতিবার নন্দনবাবুর উপর হামলা হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে । কিন্তু পুলিশের সামনেই জিহাদি ছাত্ররা তাকে মারধর করে । সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । ভিডিওটি শেয়ার করেছেন এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,’বাংলাদেশ থেকে বিরক্তিকর দৃশ্য । শ্রী নন্দন কুমার বড়ুয়া; চট্টগ্রাম হাটহাজারী কুয়াইশ সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে এবং সম্পূর্ণ অবজ্ঞার সাথে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উচ্ছেদ করা হচ্ছে। তার কি দোষ? কেন তাকে এমন অপমান করা হলো? একমাত্র কারণ হল তিনি সনাতনী সম্প্রদায়ের অন্তর্গত এবং বাংলাদেশে একটি সম্মানজনক চাকরিতে অধিষ্ঠিত ছিলেন।’
তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে লিখেছেন,’এই ঘটনা নিয়ে কী বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার অনুমান যে তিনি প্রতিক্রিয়া জানাবেন না কারণ এটি তার ভোটব্যাঙ্ককে আঘাত করতে পারে। পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ নেতারা প্রচার করেন, “ধর্ম যার যার, উৎসব সবার”; নিন্দা করলে তার দলের সমর্থন ভিত্তি ক্ষয় হতে পারে সেই হিসাবে মৌন থাকতে হবে,বিশেষ করে যখন সনাতনী সম্প্রদায়ের একজন ব্যক্তিকে তার ধর্মীয় পরিচয়ের জন্য শাস্তি দেওয়া হচ্ছে।’।