এইদিন ওয়েবডেস্ক,লাহোর,০৭ মার্চ : হোলি উদযাপনের সময় পাকিস্তানের লাহোরে পাঞ্জাব ইউনিভার্সিটির ক্যাম্পাসে সংখ্যালঘু হিন্দু ছাত্রদের উপর হামলা চালালো ইসলামি ছাত্র সংগঠন ইসলামী জমিয়ত তুলবার (আইজেটি) । হিন্দু ছাত্রদের নির্মমভাবে মারধর করা হয়েছে । পাশাপাশি হিন্দু ছাত্রদের লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁটপাটকেল ছোড়ে জিহাদিরা । এমনকি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বাহিনীদের দ্বারাও মারধরের পাশাপাশি লাঞ্ছিত হতে হয় হিন্দু ছাত্রদের । এই ঘটনায় ১৫ জন হিন্দু ছাত্র আহত হয়েছে বলে খবর ।
জানা গেছে,সোমবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এলএ কলেজে হোলি খেলতে প্রায় ৩০ জন হিন্দু ছাত্র জড়ো হয়েছিল । ছাত্ররা এলএ কলেজের লনে হোলি খেলতে শুরু করতেই ইসলামী জমিয়ত তুলবার (আইজেটি) ছাত্ররা তাদের ওপর হামলা চালায়। হিন্দু ছাত্রদের হোলি খেলতে বাধা দিতে মুসলিম ছাত্ররা তাদের মারধর করে,পাথর ছুড়ে জখম করে । এমনকি নিরাপত্তারক্ষীরা হিন্দু ছাত্রদের মারতে মারতে গেটের বাইরে বের করে দেয় । হিন্দু ছাত্ররা জানান, হোলি খেলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়া সত্ত্বেও তাদের উপর হামলা হয়েছে ।
হামলায় গুরুতর আহত হিন্দু ছাত্র খেত কুমার বলেন, আইজেটি সদস্যদের হামলার বিষয়ে অভিযোগ জানাতে তিনি উপাচার্যের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাকে মারধর করে এবং তাড়িয়ে দেয় । তিনি বলেছিলেন যে তিনি আইজেটি-র অভিযোগ নথিভুক্ত করার জন্য পুলিশের কাছেও আবেদন করেছিলেন কিন্তু তারা কোনও এফআইআর নথিভুক্ত করেনি ।
অন্যদিকে, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র খুররম শাহজাদ দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এলএ কলেজের লনে হোলি খেলার অনুমতি দেয়নি। অনুষ্ঠানটি সীমানা প্রাচীরের ভেতরে হলে কোনো সমস্যা হতো না । ভিসি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ।।