এইদিন ওয়েবডেস্ক,মুজাফফরনগর,২৯ মে : হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করায় মুসলিম ছাত্রকে স্কুল থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে । ঘটনাটি উত্তরপ্রদেশের মুজাফফরনগরের ফুলাতে অবস্থিত ভিশন ইন্টারন্যাশনাল একাডেমির । অভিযোগ তুলেছে ওই স্কুলের মনব্বর নামে এক পড়ুয়া । সে স্কুলের হোস্টেলে থেকে পড়াশোনা করত । তার অভিযোগ যে সন্দীপ নামে তার এক বন্ধু সম্প্রতি তার খোঁজখবর নিতে হোস্টেলে এসেছিল । সন্দীপকে জেরা করার পর স্কুলের গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয়। তার বন্ধু প্রায় ১০ মিনিট হোস্টেলে ছিল । সন্দীপ চলে যাওয়ার পরে তোলপাড় শুরু করে স্কুল কর্তৃপক্ষ । স্কুল ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে রীতিমতো তদন্ত শুরি করে এবং মনব্বর ও তার বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করে । যখন কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে মনব্বরের সঙ্গে দেখা করতে আসা তার বন্ধু হিন্দু, তখন তাকে তিরস্কার করে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ । মনব্বরের অভিযোগ, অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করার অপরাধে স্কুলের ওয়ার্ডেন তাকে অনেক বকাঝকা করে । সে জানিয়েছে যে স্কুল ম্যানেজমেন্ট তার বিরুদ্ধে ১০ হাজার টাকা চুরির মিথ্যা অভিযোগও করেছে।
মনব্বর এই বিষয়ে একটি ভিডিও তৈরি করে বিদ্যালয়ের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। এদিকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে মনব্বর অননুমোদিত ব্যক্তিদের হোস্টেলের ভিতরে আমন্ত্রণ জানাত, তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুল জানিয়েছে যে বারবার অনুরোধ করার পরেও ওই পড়ুয়া নিষেধ শুনছিল না । পুলিশ জানিয়েছে, এখনো থানায় কোনো অভিযোগ জানানো হয়নি, অভিযোগ পেলে গুরুত্ব সহকারে তদন্ত করা হবে ।।