পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),৩১ ডিসেম্বর : কোরান অবমাননার অভিযোগে নদীয়া জেলার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের গ্রেপ্তারের দাবিতে পূর্ব বর্ধমান জেলার কালনা থানায় স্মারকলিপি জমা দিল স্থানীয় মুসলিম সংগঠনগুলি । আজ বুধবার কালনা মুসলিম বোর্ডের প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় মাদ্রাসার পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় । মিছিলটি কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুইমিংপুল থেকে শুরু করে কালনা থানার সামনে আসে । থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও বিধায়ক অসীম সরকারের কুশপুতুল পোড়ানো হয় । পরে একটি প্রতিনিধিদল কালনা থানার আইসির হাতে একটি স্মারকলিপি তুলে দেন ।
ঠিক কি বলেছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার ?
তিনি বলেছিলেন,’আসল কোরান যুদ্ধের সময় পুড়ে ছাই হয়ে গেছে । বর্তমান কোরান ২৭ জন শয়তান মিলে লিখেছে । সেই ইতিহাস আমার কাছে আছে । কোরানে মুসলিম শিশুদের পর্যন্ত শিক্ষা দেওয়া হচ্ছে যে যেখানে অমুসলিমদের পাবে, সেখানেই হত্যা করবে । আমার কাছে আছে কোরান । ওনারা চ্যালেঞ্জ করুন, আমার কাছে তাজের কোরান আছে । ওই কোরান পাওয়া যায়না গরু না খেলে । ২১ হাজার টাকা বিল হয়েছিল নার্সিংহোমে,সেই টাকা দিয়ে বাংলাদেশ থেকে সেই কোরান কালেকশন করেছি । সেখানে পরিষ্কার অমুসলিমদের হত্যা করার কথা লেখা আছে ।’ তিনি আরও বলেছিলেন,’এই ধরনের হিংসার কথা যে ধর্মগ্রন্থে লেখা আছে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক,সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সেই ধর্মগ্রন্থে প্রস্রাব করি । সেই ধর্মগ্রন্থ যখন তখন আমি পুড়িয়ে ফেলতে পারি৷ মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ ।’
অসীম সরকার এই কথা সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেছিলেন । ফলে নিমেষের মধ্যে তার বক্তব্যের ফুটেজ ভাইরাল হয় এবং রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় । ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে । মুসলিম সংগঠনগুলির পাশাপাশি তৃণমূল, সিপিএম, আইএসএফ-এর তরফে নওসাদ সিদ্দিকি তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ।
আজ কালনা থানায় অভিযোগ দায়ের করল মুসলিম সংগঠনগুলি৷ বিক্ষোভকারী বাদশা শেখ, ইকবাল শেখরা বলেন,’আল কুরান হল আমাদের জীবনের অঙ্গ । উনি বলেছেন যে সেই আল কুরান নাকি ২৭ জন শয়তান মিলে লিখেছেন এবং তিনি বলেছেন থুতু ফেলবেন এমনকি প্রস্রাবও করে দেবেন । তারই প্রতিবাদে আজ কালনায় আজ বিক্ষোভ মিছিল করলাম । আমরা অসীম সরকারের গ্রেপ্তারি চাই ।’ একই দাবি করেছেন কালনার ইসলামিক নেতা ইয়ার আলি শেখও ।
এদিকে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের পালটা অভিযোগ যে তাকে ফোনে নিরন্তর অকথ্য ভাষায় গালিগালাজ এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে । তার ভিত্ততে শুক্রবার রাতে চাকদহ থানায় একটি এফআইআর দায়ের করেন তিনি । বিধায়কের দাবি, অন্যধর্ম নিয়ে বক্তব্য রাখার কারণেই হুমকির মুখে পড়তে হচ্ছে। যদিও এতে ভীত নন বলেও জানিয়েছেন এই বিজেপি নেতা।।

