এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ফেব্রুয়ারী : শনিবার মেচেদায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিতে লাথি ও জুতো মারতে দেখা গিয়েছিল কিছু পুরুষ ও মহিলাকে ৷ আজ আলিপুরদুয়ারের কালচিনিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মেচেদার ঘটনার প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন,’তৃণমূলের কতগুলো মুসলমান করেছে। যত করবে ততো হিন্দু জনজাতিরা বেশি করে আমাদের পক্ষে আসবে । এরা জ্বালা থেকে করছে । যন্ত্রণা থেকে করছে । এ ডর মুঝে আচ্ছা লাগ রহা হ্যায় ।’ তবে তিনি এখানেই থেমে থাকেননি । তৃণমূল কংগ্রেস বা টিএমসি-এর নতুন একটা নামকরণও করেছেন শুভেন্দু অধিকারী । আর সেটি হল “মুসলিম-লীগ কালচারাল” ।
আজ এক্স-এ নিজের ছবিতে লাথি মারা ও মমতা ব্যানার্জির পুরনো একটা বক্তব্যের ভিডিও ক্লিপিংস ভাগ করেছেন তিনি । মমতা ব্যানার্জি বিধানসভার অধিবেশনে শুভেন্দু অধিকারী সম্পর্কে কিছু বক্তব্য পেশ করেছিলেন । তারই ক্লিপিং সেটি । শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি বলেছিলেন, ‘এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে । এত কুৎসা করছেন । এত অপপ্রচার করছেন ।’ এরপর তিনি তাচ্ছিল্যের স্বরে বলেন,’একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো ?’
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে উস্কানিমূলক হিসাবে দেখছেন বিরোধী দলনেতা । প্রতিক্রিয়া তিনি লিখেছেন, ‘এইভাবে বিশ্বাসী বোকা এবং শান্তি-মূর্খরা তার এবং তার প্রভুর কণ্ঠে প্রতিক্রিয়া জানায়। টিএমসি (মুসলিম-লীগ কালচারাল) পার্টির জনাব ও বেগমরা তাদের ওয়াজির-ই আ’লা মমতা ব্যানার্জির নির্দেশ অনুসরণ করে। সে হুমকি দেয়, তারা তার ইচ্ছা পূরণ করে। এই লোকেদের মনে রাখা উচিত যে চারপাশে যা যায় তা আসে।’।