এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২৭ মে : “আল্লাহই একমাত্র ঈশ্বর”- দাবি করে জাপাননিদের প্রার্থনাস্থল শিন্টো উপাসনালয়ে (Shinto shrine) ভাঙচুর চালালো মুসলিম অভিবাসী । সোশ্যাল মিডিয়ায় ভাঙচুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে হলুদ পোশাক পরা এক ব্যক্তিকে একটি উপাসনালয় ভাঙচুর করতে দেখা যাচ্ছে । বলা হচ্ছে, ঘটনাটি জাপানের কোবে(Kobe) শহরের তারুমি ওয়ার্ড এলাকার । ঘটনাটি ঘটেছিল গত ২৩ মে । এলাকার মিজুওকা হাচিমান মন্দির ভাঙচুরের অভিযোগে মামাদু বলদে নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।
জানা গেছে,মামাদু বলদে আদপে পশ্চিম আফ্রিকার গাম্বিয়া প্রজাতন্ত্রের বাসিন্দা । দেশত্যাগ করে সে জাপানে চলে আসে এবং তারুমি ওয়ার্ডে বসবাস শুরু করে । অভিযোগ,ঘটনার দিন গাম্বিয়ার বাসিন্দা ওই ব্যক্তি মিজুওকা হাচিমান মন্দিরে চড়াও হয় । ‘আল্লাহ একমাত্র ঈশ্বর’ বলে দাবি করে সে মন্দিরের পূজারিকে মাজারে প্রার্থনা করার জন্য বলে । এনিয়ে তর্কবিতর্ক চলাকালীন ওই মুসলিম অভিবাসী মন্দিরের ক্যাশ বাক্স ভাঙচুর চালায় বলে অভিযোগ । মন্দিরের সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ড হয়ে যায় । পরে ফুটেজ দেখে ভাঙচুরকারীকে চিহ্নিত করে গ্রেফতার করে জাপানি পুলিশ ।।