এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,০৮ জুন : বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে ধর্ষণ ও খুনের হুমকির পর এবার কট্টরপন্থী মুসলিম সংগঠনের কাছ থেকে হুমকি চিঠি পেলেন বিচারপতি রবি দিবাকর । তিনি সিভিল সিনিয়র ডিভিশন বারাণসী আদালতে কর্মরত রয়েছেন । বিচারপতি রবি দিবাকর জ্ঞানবাপী কমপ্লেক্সের জরিপের নির্দেশ দিয়েছিলেন । তখন থেকেই কট্টরপন্থী মুসলিমদের নিশানায় ছিলেন এই বিচারক । এবার সরাসরি তাঁকে হুমকি চিঠি দেওয়া হল । এদিকে হুমকি চিঠির পর বিচারকের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে । খোঁজ শুরু হয়েছে বিচারপতিকে হুমকি দেওয়া দুষ্কৃতী বা দুষ্কৃতী দলের ।
স্বরাষ্ট্রমন্ত্রকের মুখ্যসচিবকে লেখা একটি চিঠিতে বিচারক রবি দিবাকর জানিয়েছেন,মঙ্গলবার (৭ জুন ২০২২) আর্দালি রাজেশ কুমার সোনকারের কাছে ডাক যোগে একটি চিঠি পাঠানো হয় । ইসলামি আজাদ মুভমেন্টের সভাপতি পরিচয় দেওয়া আহমদ সিদ্দিকি তার লেটার প্যাডে চিঠিটি লিখেছে । ঠিকানা দেওয়া হয়েছে ১৬/১৯ বাহাদুর শাহ জাফর মার্গ,নয়া দিল্লি ১১০০০২ ।
হুমকিমূলক হাতে লেখা ওই চিঠিতে লেখা ছিল, ‘এখন বিচারকরাও গেরুয়ায় আসক্ত। চরমপন্থী হিন্দু ও তাদের সঙ্গে যুক্ত সংগঠনগুলোকে খুশি করতে এই রায় ঘোষণা করছে । এরপর দোষ চাপানো হবে বিভক্ত ভারতের মুসলমানদের ওপর। আপনি বিচারিকের কাজ করছেন । সরকারি শাসনযন্ত্র তো আপনার হাতে আছে, তাহলে আপনার বউ-মাকে নিয়ে এত ভয় কেন ? আজকাল বিচার বিভাগীয় কর্মকর্তারা বাতাসের গতিপথ দেখে চালাকির আশ্রয় নিচ্ছে ।’
এরপর লেখা হয়েছে,’আপনি একটি বিবৃতি দিয়েছেন যে জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্স পরিদর্শন একটি স্বাভাবিক প্রক্রিয়া । আপনিও মূর্তিপূজক । মসজিদকে মন্দির ঘোষণা করবেন । কোনো কাফের মূর্তিপূজক হিন্দু বিচারকের কাছ থেকে মুসলমানরা সঠিক সিদ্ধান্ত আশা করতে পারে না ।’ বিচারক জানিয়েছেন,তাঁকে পাঠানো চিঠির সঙ্গে আরও কয়েকটি চিঠি সংযুক্ত করা হয়েছে । ওই চিঠিগুলি রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,আরএসএস প্রমুখ,অখিলেশ যাদব,মায়াবতী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী,মমতা ব্যানার্জী,অরবিন্দ কেজরিওয়ালসহ একাধিক ব্যক্তিত্বের উদ্দেশ্যে লেখা হয়েছে ৷
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিচারক রবি দিবাকর ওই হুমকি চিঠির কথা পুলিশ এবং প্রিন্সিপাল হোম সেক্রেটারিকে জানিয়েছেন। এরপর বিচারক ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে । এদিকে বিচারককে হুমকির খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে ।।