এইদিন ওয়েবডেস্ক,ইসরায়েল,০৮ অক্টোবর : হামাসকে সমর্থন করে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মুসলিম রাষ্ট্রগুলি । ইতিমধ্যেই সন্ত্রাসী সংগঠন হামাসকে সমর্থন করে যুদ্ধের জন্য এগিয়ে এসেছে লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ । সেই সঙ্গে আজ রবিবার জর্ডনের হাজার হাজার মুসলিম নাগরিক হামাসের পক্ষে লড়াই করতে গাজা পট্টির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে খবর । পাশাপাশি ফিলিস্তিনকে ব্যাকআপ দিতে তুরস্ক ও সিরিয়ার যুদ্ধবিমান ইরানের তেহরান বিমানবন্দরে পৌঁছে গেছে বলে জানা গেছে । আজ রবিবার এক বিবৃতিতে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন যে ইরান ‘ফিলিস্তিনি জাতির বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করে, এই অঞ্চলে অস্থিতিশীলতার জন্য দায়ি জায়নবাদী(Zionist) সরকার ও তার সমর্থকরা ।’ অন্যদিকে ইসরায়েলে সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ।
এদিকে ইসরায়েলে গাজা স্ট্রিপের দিকে কাতারে কাতারে ভয়ঙ্কর মারখাবা ট্যাঙ্ক পাঠিয়ে দিয়েছে । হামাস সন্ত্রাসীদের নির্মুল করতে ট্যাঙ্কের পাশাপাশি যুদ্ধবিমানে গাজা স্ট্রিপে নিরন্তর বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল । গাজা স্ট্রিপের বহুতল ভবনগুলিতে মুলত বোমা বর্ষণ করছে ইসরায়েল সেনা । ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া বোমায় কার্যত গুঁড়িয়ে গেছে গাজার খান ইউনিসে আল-আমিন মুহাম্মাদ মসজিদ(Al-Amin Muhammad mosque) ।
সূত্রের খবর, হামাস সন্ত্রাসীদের নেতা আয়মান ইউনিসকে(Ayman Younis) খতম করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) । অন্যদিকে বহু ইসরায়েলি শিশু ও বর্তমান ও প্রাক্তন ইসরায়েলি সেনাকর্মীকে অপহরণ করেছে জঙ্গিরা । এখনো পর্যন্ত ২২ জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে, পাঁচ শতাধিক জখম হয়েছেন । তাদের মধ্যে একশ-এর অধিক আহতের অবস্থা গুরুতর । হামাসের সাথে চলমান যুদ্ধের মধ্যে রবিবার ইসরায়েলি স্টক এবং বন্ডের দাম হ্রাস পেয়েছে এবং অনেক ব্যবসা বন্ধ ছিল। বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয় ।।