এইদিন ওয়েবডেস্ক,বাহরাইচ,১৩ অক্টোবর : আজ রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার রাম গাঁও থানা এলাকার রেহুয়া মনসুর গ্রামের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় স্থানীয় মুসলিমরা হামলা চালিয়েছে বলে জানা গেছে । সংবাদ মাধ্যম অমৃত বিচারের প্রতিবেদনে জানা গেছে,শোভাযাত্রাটি হারদী থানা এলাকার মহারাজগঞ্জ বাজারে পৌঁছানোর পর বাজারের বাসিন্দা আব্দুল হামিদের বাড়ির সামনে দিয়ে যায় । শোভাযাত্রায় লোকজন উল্লাস করছিল । সেই সময় মুসলিম সম্প্রদায়ের লোকজন মূর্তি লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। পাথর ছোড়ার মধ্যেই ব্যাপক গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে আহত হয় রেহুয়া মনসুর গ্রামের বাসিন্দা কৈলাশ নাথ ওরফে পুতাইয়ের ছেলে রাম গোপাল মিশ্র (২২) নামে এক যুবক । তার বুকে ও পেটে একাধিক গুলি লাগে । আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু বাহরাইচ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এই খবর মহারাজগঞ্জ বাজারে পৌঁছালে লোকজন গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বেশ কয়েকটি থানার পুলিশ বাহিনী সহ পিএসসি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।
কিন্তু গ্রামের লোকজন অনেক লোককে ঘিরে রেখেছে। বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিমা বিসর্জন। নিহতের পরিবারের সদস্যরা লাশ মেডিকেল কলেজের সামনে রেখে বিক্ষোভ শুরু করেছেন । শহরে প্রতিমা বিসর্জন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ফখরপুর, রাম গাঁও, কায়সারগঞ্জ এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় অর্ধেক জেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে । পুলিশ আসছে জনগণকে বোঝাতে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্রে বের হয়নি বলে জানা যায় । কার্যত গোটা জেলা জুড়ে বিক্ষোভ চলছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে ।।