এইদিন ওয়েবডেস্ক,মিয়ানমার,০৮ জুন : মিয়ানমারে সামরিক বাহিনীর সমর্থক সংগীতশিল্পী লিলি নাইং কিয়াওকে(Lily Naing Qiao) গুলি করে মেরে ফেলা হয়েছে । বুধবার ইয়াঙ্গুনে বাড়ির কাছে গুলিবিদ্ধ হন তিনি । তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই শিল্পির । এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে মিয়ানমারে সামরিক বাহিনী জান্তাপন্থী শিল্পিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে । সংগীতশিল্পীকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সরকার। ওই দুজন গণতন্ত্রপন্থী গেরিলা গোষ্ঠীর সদস্য বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে । সংগীতশিল্পী লিলি নাইং কিয়াওকে হত্যার পর সামরিক সরকার এক বিবৃতিতে বলেছে, ‘একজন নির্দোষ নারীর ওপর অমানবিক গুলিবর্ষণ করা হয়েছে ।’ জান্থাপন্থী ১৭টি সংগঠন এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে ।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তাবাহিনী । তারপর থেকেই গণতন্ত্রপন্থীরা সামরিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের পথ বেছে নেয় । প্রায় নিত্য দিনই দেশের কোথাও না কোথাও সেনাবাহিনী ও গণতন্ত্রপন্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে চলেছে । ইতিমধ্যে বহু সাধারণ মানুষ হতাহত হয়েছে ওই সংঘর্ষে । ৫৮ বছর বয়সি সংগীতশিল্পী লিলি নাইং কিয়াও ছিলেন মিয়ানমারে সামরিক বাহিনীর সমর্থক । শেষ পর্যন্ত সামরিক বাহিনীকে সমর্থন করাই কাল হল তাঁর ।
তবে শুধু লিলি নাইং কিয়াওই নন,এর আগে বেশ কয়েকজন হাইপ্রোফাইল জান্তাপন্থীকে হত্যা করা হয়েছে । এই লিলি নাইং কিয়াওকে হত্যার চার দিন আগে সামরিক সরকারপন্থী তিন্ত লেউইনকেও মাথায় গুলি করে মারা হয় ।।