এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ জানুয়ারী : গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল প্রখ্যাত সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে । বৃহস্পতিবার তাঁর জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হলে তাঁকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় । জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাথরুমে পড়ে যাওয়ার পর থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারিরীক সমস্যা শুরু হয়েছিল । এদিন সকাল থেকেই তাঁর শারিরীক অবস্থার অবনতি হতে শুরু করে ।
জানা গেছে, বুধবার বাড়ির বাথরুমে পড়ে যাওয়ার পর থেকেই জ্বর আসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের । এদিন অবস্থার আরও অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি করা হয় । গায়িকার উভয় ফুসফুসেই সংক্রমণ পাওয়া গেছে বলে হাসপাতাল সুত্রে খবর । তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । এদিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়ে সৌমী সেনগুপ্তকে ফোন করে শিল্পীর স্বাস্থ্যের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর মূলত মুখ্যমন্ত্রীই উদ্যোগী হয়ে শিল্পীকে হাসপাতালে ভর্তির ব্যাবস্থা করেন । মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের খোজখবরও নিতে পারেন বলে জানা গেছে ।
‘বঙ্গ বিভূষণ’ প্রাপক এই শিল্পী সম্প্রতি ‘পদ্মশ্রী’ পুরস্কারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন । এই পুরষ্কার দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা যখন সম্মতির জন্য টেলিফোনে তাঁর সাথে যোগাযোগ করেন তখনই তিনি পুরষ্কার নিতে অসম্মতি প্রকাশ করেন ।।