এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ মে : কবি কাজী নজরুল ইসলামের ছোটো পুত্রবধূ সংগীতশিল্পী কল্যাণী কাজীর জীবনাবসান হয়েছে । শুক্রবার সকালে কলকাতায় এসএসকেএমএ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধর স্ত্রী ছিলেন কল্যাণী কাজী । তার মৃত্যুতে শোক প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন,’বিশিষ্ট সঙ্গীত শিল্পি এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি । তার অসামান্য গায়কীতে গাওয়া নজরুল গীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত । পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ পুরস্কার প্রদান করে । তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন । কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি হল ।’
গত বছর নভেম্বর মাস থেকেই বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছিলেন পাইকপাড়ার বাসিন্দা কল্যাণী কাজী । ব্লাড ক্যান্সারের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি । প্রথমে দেশপ্রিয় পার্কের কাছে এক বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছিল । অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার এসএসকেএমএ স্থানান্তরিত করা হয়েছিল । শেষ পর্যন্ত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি । দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন এই সঙ্গীতশিল্পী ।।