এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,১১ মে : পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মাঝে এক শ্রেণীর ভারতীয় মুসলিমদের মধ্যে পাকিস্তানের প্রতি প্রেম উথলে উঠছে । কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এমনই কিছু চিত্র উঠে আসছে মাঝেমধ্যে । মুর্শিদাবাদের বাসিন্দা আবু বক্কর নামে এক যুবক কর্মসূত্রে উত্তর ২৪ পরগণার বারাসতে থাকত । গত শুক্রবার সে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি পোস্ট করে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লিখেছিল বলে অভিযোগ । তার সেই পোস্টটি স্থানীয় হিন্দুদের নজরে পড়লে চরম ক্ষোভের সৃষ্টি হয় । তার পর থেকেই অভিযুক্তকে ধরার জন্য তক্কে তক্কে ছিল স্থানীয়রা । শনিবার আবু বক্কর কর্মস্থলে আসতেই সহকর্মীসহ কয়েকজন মিলে তাকে ধরে বেদম পিটিয়ে দেয় । পরে খবর পেয়ে বারাসত থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তাকে গ্রেপ্তার কর হয় ।
জানা গেছে,বারাসত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় এই সোনার দোকানে কাজ করত মুর্শিদাবাদের আবু বক্কর ৷ এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় । পুলিশ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে ।।

