এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,১২ এপ্রিল : মুর্শিদাবাদে দুজন হিন্দুকে গলা কেটে খুন করা হয়েছে বলে জানালেন শুভেন্দু অধিকারী এবং প্রকাশ্যে আনলেন তাদের নাম । তিনি জানান যে নিহতরা হলেন হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাস । আজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেড়িয়াচক গিরি গোবর্ধনধারী শ্রীমন্দির প্রাঙ্গণে নব নির্মিত শ্রীশ্রী গোবর্ধন লীলার আবরণ উন্মোচন এবং শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ সূচনা করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি এই ভয়ংকর তথ্য প্রকাশ এনেছেন৷ শুভেন্দু অধিকারী বলেন,’দুজন হিন্দুকে গলা কেটে খুন করা হয়েছে, খুবই প্যাথেটিক খবর আমরা পেয়েছি । বাবা হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাস । অত্যন্ত বেদনাদায়ক খবর ।’ তিনি বলেন,’মুর্শিদাবাদের ভয়াবহ অবস্থা । আমাদের মানসিক অবস্থা ঠিক নেই ।’
পাশাপাশি তিনি দাবি করেছেন যে মুর্শিদাবাদ বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠী সিমি এবং আনসারুল বাংলার নিয়ন্ত্রণ । এই বিষয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, যারা রেল লাইন উপড়েছে তারা তো আর দেশপ্রেমিক হতে পারে না । তারা দেশবিরোধী এবং যারা করেছে তারা আনসারুল বাংলা, সিমির সঙ্গে যুক্ত । রেল দপ্তর অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআরও করেছে । তবে ভিডিও ফুটেজে পাওয়া যাবে, সিসিটিভি আছে ।’
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন সেই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, কি বক্তব্য রাখবে ? ওনার নিয়ন্ত্রণেই নেই৷ ওনার ছাপ্পা মেরে জেতা এমএলএ, এমপিরা বাড়ি থেকে পালিয়ে গেছে । পুরো কন্ট্রোল করছে, সিমি এবং আনসারুল বাংলা । পুরো জঙ্গিদের হাতে । যাহা ইউনুস তাহাই মমতা ।’
শুভেন্দু অধিকারী বলেন, আমি আজই জঙ্গিপুরের এসপিকে চিঠি দিয়ে বলেছি আমায় যাওয়ার অনুমতি দেওয়া হোক ধুলিয়ান ও শামসেরগঞ্জে ।’মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসা কবলিত এলাকায় বিএসএফ মোতায়েন নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওখানকার জেলাশাসক বিএসএফকে কোন কাজই করতে দিচ্ছে।
মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য পুলিশের ভূমিকা নিও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ‘এদের এত সাহস বেড়েছে যে এই যে গিরি গোবর্ধন জিউ মন্দিরের রথযাত্রা উৎসবের প্রচারেও কালকে বাধা দিয়েছে । এগুলো সব সম্ভব হচ্ছে পুলিশের জন্য । পুলিশের হাতে দুটো বেড়ি লাগিয়ে রেখে দিয়েছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী । যিনি কখনো মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন । কখনো হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন । রাম মন্দির উদ্বোধনের দিন উনি মিছিল করেন কলকাতায় । আমি ত্রিবেণী সঙ্গমে একুশে ফেব্রুয়ারি স্নান করেছি, আমি কি মৃত্যু কুম্ভের স্নান করেছি ? ৬৬ কোটি হিন্দুকে অপমান করেছেন ।’
শুভেন্দু অধিকারী বলেন, মালদা জেলার মোথাবাড়ি থেকেই হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হচ্ছে । গতকাল যা মোথাবাড়ি আগামীকাল তাহা আমার বাড়ি । হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে আমরা বিপন্ন হয়ে যাব । আমি হিন্দুদের বলব রাজনীতি ও জাতপাতের ঊর্ধ্বে উঠে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন৷ আপনাদের মত পথ আলাদা হলেও সনাতনী হিসেবে কেন ঐক্যবদ্ধ হবেন না ?’ তিনি বলেন, বিপন্ন সনাতন । বিপন্ন হিন্দুরা।’
বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি খুন হওয়া পিতা পুত্রের পরিচয় প্রকাশ্যে এনে ফেসবুক পেজে লিখেছেন, গতরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুনি সম্প্রদায়ের গুন্ডারা জাফরাবাদের ধুলিয়ান, শমশের গঞ্জে বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে হত্যা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই নির্দোষ হিন্দুদের এবং আরও অনেকের রক্ত রয়েছে যারা তাদের জীবন ও জীবিকা হারিয়েছে। ওনাকে জনতার কাঠগড়ায় এই নৃশংস হত্যার মাশুল দিতে হবে, ওনার কমিশন আর তোষণের রাজনীতি ইতি হবে ।’।