এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৫ নভেম্বর : স্বামীকে পথে বসিয়ে ৫০ লক্ষ টাকা, ১২ ভরি গহনা,জমির দলিল, ব্যাঙ্কের পাশবই সহ যাবতীয় সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছে স্ত্রী । সেই সবকিছু ফেরত পেতে এখন আদালতের দ্বারস্থ হয়েছেন স্বামী । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত উদয়চাঁদপুর গ্রামে । কাজ ফেলে এখন আদালত আর বাড়ি করে বেড়াচ্ছেন ইমামুল শেখ ওরফে মতি নামে মধ্যবয়স্ক ওই ব্যক্তি ।
জানা গেছে, অসুস্থ বৃদ্ধা বিধবা মা, স্ত্রী রূপালী বিবি এবং ৬ বছরের ছেলে আনিসুর রহমানকে বাড়িতে রেখে ২০১৭ সালে সৌদি আরবে চাকরি করতে চলে যান উদয়চাঁদপুর গ্রামের বাসিন্দা ইমামুল শেখ । মাসে মাসে মোটা টাকা উপার্জন করতেন তিনি । বিগত সাত বছর ধরে নগদ টাকা, সোনার গহনাসহ আনুষঙ্গিক দামি দামি বহু জিনিসপত্র পাঠাতেন বাড়িতে। কিন্তু অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি বাড়ি ফিরে দেখেন টাকা, সোনার গহনা কিছুই নাই, সব ফাঁকা হয়ে গেছে । তিনি স্ত্রীকে চেপে ধরতেই বাজার যাওয়ার নাম করে বেরিয়ে আর তিনি বাড়ি ফিরেননি । এরপর তিনি বহরমপুর থানার দারস্থ হন । কিন্তু পুলিশ বিষয়টি নিষ্পত্তি না করতে পারলে তিনি আদালতে মামলা করেন । বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন ।
স্থানীয় সংবাদ মাধ্যমকে ইমামুল শেখ বলেছেন,’২০১৭ সালে আমি সৌদি আরবে কাজে যাওয়ার পর প্রতিমাসে আমি ৭০-৮০ হাজার টাকা করে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতাম । পাশাপাশি সোনার চেন, নেকলেশ, হাতের বালাসহ প্রায় ১২ ভরির মত গহনা পাঠিয়েছিলাম । সাবান, শ্যাম্পু, পারফিউম কার্গো করেছি । কিন্তু সাত বছর পর এসে দেখছি কিছুই নেই । সব লুটপাট করে নিয়ে চলে গেছে । সব মিলে ৮০-৯০ লাখ টাকার সামগ্রী নিয়ে চলে গেছে আমার স্ত্রী ।’
তিনি বলেছেন,গত মাসের ১৬ তারিখে বাড়ি ফিরেছি । আমি বাড়ি ফেরার একদিন পর আমাদের বাড়িতে একটা পুরুষ আসে । আমি জিজ্ঞেস করেছিলাম কে হয় ? তখন স্ত্রী জানায় তাদের বাপের বাড়ির আত্মীয় ৷ আমি তখন বলেছিলাম তোমাদের বাপের বাড়ির আত্মীয় আমার বাড়িতে কেন ? ওই পুরুষ চলে যাওয়ার পর আমি একথা জিজ্ঞেস বলেছিলাম । পরে গ্রামের লোকেদের কাছে জানতে পারি যে ওই ব্যক্তি প্রায় আমাদের বাড়িতে আসতো ।’ তিনি বলেন, স্ত্রীর সঙ্গে ফোনে নিয়মিত কথা হত । সবকিছুই স্বাভাবিক ছিল । কিন্তু ওর মনে যে এই পরিকল্পনা ছিল তা ঘুনাক্ষরেও টের পাইনি।’
তিনি জানান,বর্তমানে তার স্ত্রী কোথায় আছে তা তিনি জানেন না । স্ত্রীর দুই বোন সোনালী বিবি ও মেরিনা বিবিকে ধরলেই জানা যাবে তার স্ত্রী কার সাথে পালিয়েছে ৷ ইমামুল জানান পুলিশ কোন পদক্ষেপ না নিলে তিনি আদালতের দ্বারস্থ হন । অভিযুক্তরা হল তার স্ত্রী ও তার দুই বোন । তারা বাড়িতে আইনজীবীকে ডেকে টাকা দিয়ে যথারীতি জামিন হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত মামলার কোন নিষ্পত্তি হয়নি ।
সবশেষে তিনি আরও সংবাদমাধ্যমকে বলেছেন,’স্ত্রীর নামে যে জমি কিনেছি সেটা ফেরত চাই । যা সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে গেছে সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক । আর আমি কিছু চাই না ।’।