এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৩ আগস্ট : মুর্শিদাবাদের ফরাক্কা থানার অন্তর্গত ঘোলাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণীর ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল ওই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে । অবিভাবকদের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক মহম্মদ ইসমাইল শেখকে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ ।
প্রধান শিক্ষক মহম্মদ ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ, সে বেশ কিছুদিন ধরে চতুর্থ শ্রেণীর কয়েকজন ছাত্রীর সঙ্গে নোংরা আচরণ করে আসছিল । ঘটনার কথা কাউকে বললে মহম্মদ ইসমাইল তাদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিত বলে অভিযোগ ।যেকারণে ছোট্ট মেয়েগুলি ভয়ে ঘটনার কথা বাড়িতে জানায়নি । ১৫ ই আগস্ট এর অনুষ্ঠানের কথা বলে গত শনিবার নাচ গান শেখানোর বাহানায় প্রধান শিক্ষক চতুর্থ শ্রেণীর কয়েকজন ছাত্রীকে স্কুলে আসতে বলে ৷ ছাত্রীরা স্কুলে এলে তাদের সঙ্গে প্রধান শিক্ষক অশালীন আচরন করে বলে অভিযোগ ।
শনিবার স্কুলের অনান্য শিক্ষকদের পরামর্শে ভুক্তভোগী মেয়েরা ঘটনার কথা শনিবার তাদের বাড়িতে বলে । এদিকে অত ছোট্ট মেয়েদের সঙ্গে এই প্রকার ঘৃণ্য আচরণের কথা শুনে চরম ক্ষিপ্ত হন অবিভাবকরা। তারা সোমবার দুপুরে ফারাক্কা থানা ও ফারাক্কা স্কুল পরিদর্শকের অফিসে এনিয়ে লিখিত অভিযোগ জানান । শেষ পর্যন্ত অবিভাবকদের অভিযোগের ভিত্তিতে গুনধর প্রধান শিক্ষক মহম্মদ ইসমাইল শেখকে পাকড়াও করে পুলিশ । ধৃত শিক্ষকের কঠোর শাস্তির পাশাপাশি চাকরি থেকে চিরতরে বহিষ্কারের দাবি তুলেছেন তারা ।।