এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ নভেম্বর : চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এলাকার এক তরুনীকে পাঁচ লক্ষ টাকা প্রতারিত করার অভিযোগে মুর্শিদাবাদের এক ব্যক্তিকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বাসিন্দা জিতেশ চন্দ্র সরকারকে(৬৪) রবিবার বিকেলে তার এলাকা থেকে ভাতার পুলিশ পাকড়াও করে আনে ।
পুলিশ সূত্রে খবর,প্রতারিত তরুনীর বাড়ি ভাতার থানার কর্জনা চটি এলাকায় । গত জুন মাসে ওই তরুনী জিতেশ চন্দ্র সরকারের বিরুদ্ধে ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । তিনি পুলিশের কাছে অভিযোগে জানান যে ওই প্রৌঢ় একটি জুট মিলে চাকরি করতেন। এক আত্মীয়ের সূত্রে তার সঙ্গে পরিচয় হয় । জিতেশ সরকার তাকে জুট মিলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন । দীর্ঘ দিন পরেও চাকরি না হওয়ায় তিনি টাকা ফেরতের জন্য তাকে তাগাদা দেন৷ কিন্তু একাধিকবার তাগাদা দেওয়ার পরেও তিনি টাকা ফেরত পাননি । তরুনীর অভিযোগ দায়েরের প্রায় ৫ মাস পর অবশেষে মুর্শিদাবাদের ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করে পুলিশ । আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয় ।।

