এইদিন ওয়েবডেস্ক,কোলাঘাট(পূর্ব মেদিনীপুর), ২৬ ডিসেম্বর : বর্ধমান শহরের এক তৃণমূল বিধায়ক এবং হাওড়ার এক তৃণমূল নেত্রী প্রকাশ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড করে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন কয়েক বছর আগে । পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি না দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিকে উন্মুক্ত সীমান্তের সুযোগে প্রতিদিন শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী এ রাজ্যে ঢুকে পড়ছে বলে অভিযোগ । পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশের বিষয়টি আবার জোর পেয়েছে মুর্শিদাবাদ জেলায় কয়েকজন ইসলামী সন্ত্রাসবাদী গ্রেপ্তার হওয়ার পর । শুধু তাই নয়, তাদের ভোটার কার্ড এবং আধার কার্ডের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে । এই ঘটনায় নাম জড়িয়েছে একজন তৃণমূল নেতাও । মুর্শিদাবাদ জেলায় একের পর এক সন্ত্রাসবাদী গ্রেপ্তার হওয়ায় ওই জেলাকে ‘সন্ত্রাসবাদীদের বাদীদের হাব’ বলে বর্ণনা করেছেন শুভেন্দু অধিকারী ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হলদিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘মুর্শিদাবাদ হল জঙ্গিদের হাব । এই এলাকায় সিমিসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী সক্রিয় । তৃণমূলের এমএলএ, ফারাক্কার মনিরুল, নিষিদ্ধ সংগঠনের অনুষ্ঠানে যান । এই মুর্শিদাবাদের উগ্র সাম্প্রদায়িক প্রচার করা হয় লোকসভা নির্বাচনে । এই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে কার্তিক পুজোর সময় ৫০ টা মন্দির ভাঙ্গা হয়েছে। এই মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীতে হিন্দুরা আক্রান্ত হয়েছেন । আমি বলছি না, তথাকথিত ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন যে মালদা ও মুর্শিদাবাদ হাতের বাইরে চলে গেছে।’
তিনি বলেন,’আসাম বং ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে তার দশ শতাংশ যদি পশ্চিমবঙ্গে হতো তাহলে শুধু হিন্দু নয়, সমস্ত এদেশের নাগরিকদের এই অবস্থা হতো না । যারা বংশপরম্পরায় মুসলিম আছেন তাদের জমি তাদের রেশন কেড়ে নিচ্ছে । আজ এই রোহিঙ্গা মুসলমানদের কোন ইসলামিক দেশ স্থান দেয়নি । মমতা ব্যানার্জি রোহিঙ্গাদের স্থান দিয়েছে ।’
নদীয়ার হাঁসখালিতে ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার প্রসঙ্গে শুভেন্দু বলেন,’এটাতো হিমশৈলের চূড়া মাত্র । হাজার হাজার অনুপ্রবেশকারী প্রত্যেকদিন এই রাজ্যে প্রবেশ করছে । বাংলাদেশের ভোটার, বনগাঁয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আলো রানী সরকার । এমন অসংখ্য উদাহরণ আমি দিতে পারি । অনুপ্রবেশকারীরা এখানে এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে । মাদ্রাসা চালাচ্ছে । ১০০ দিনের টাকা পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে ।’
সমবায় নির্বাচনে ‘জেহাদী হামলা’ ও বাংলাদেশে হিন্দু নিধন ও হিন্দুদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউলিয়া ফুল বাজারে বিজেপির ধিক্কার সভা ছিল । সেই সবাই মুখ্য বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী । সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে শুভেন্দু বলেন,’জিহাদিদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ করা হলো । কতদিন হিন্দুরা এদের সামনে আত্মসমর্পণ করবেন ? কেন প্রতিরোধ হয় না ? প্রতিরোধ করার সময় এসেছে ।’।