এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ ডিসেম্বর : শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণে ফরিদ শেখ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে । আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন । আহত হয়েছে আরও একজন । স্থানীয় তৃণমূল কর্মী ফরিদের বাড়িতে বসে বোমা বাঁধার সময় এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে । মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ ধরের সঙ্গে ফরিদ শেখের একটা ভিডিও শেয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন,’মুর্শিদাবাদ জেলা বাংলাদেশী সন্ত্রাসী ও তাদের হ্যান্ডলারদের নিরাপদ আশ্রয়স্থল ।’ উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এই মুর্শিদাবাদ জেলাতে বাংলাদেশের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক সন্ত্রাসবাদী গ্রেফতার হয়েছে । এমনকি তাদের ভোটার কার্ডসহ ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,’মুর্শিদাবাদের লালবাগে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ! মুর্শিদাবাদ পৌরসভার 8 নং ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায় ফরিদ শেখের বাড়িতে অপরিশোধিত বোমা তৈরির সময় এই বিস্ফোরণটি ঘটে। ২০২৫-এর পয়লা জানুয়ারী ইন্দ্রজিৎ ধরের পতাকা উত্তোলনের ভিডিওটিতে তাদের সান্নিধ্য স্পষ্ট। টিএমসি নেতারা হয় নিজেরাই চরমপন্থায় জড়িত বা এমন মৌলবাদীদের আশ্রয় দিচ্ছেন যাদের কাছে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র রয়েছে। মুর্শিদাবাদ জেলা ইতিমধ্যেই বাংলাদেশী সন্ত্রাসী ও তাদের হ্যান্ডলারদের নিরাপদ আশ্রয়স্থল। এনআইএ ইন্ডিয়ার উচিত বিষয়টি তদন্ত করা।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে রামকৃষ্ণপল্লী এলাকা ব্যাপক আওয়াজে কেঁপে ওঠে । কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক । ধোঁয়া বের হচ্ছিল ফরিদ শেখের বাড়ি থেকে । ওই বাড়িতেই বিস্ফোরণ ঘটে । গুরুতর আহত অবস্থায় ফরিদ শেখ ও অপর একজনকে উদ্ধার করে পুলিশ । স্থানীয়দের দাবি, ফরিদ শেখের বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল । সেই সময় কোনওভাবে তীব্র বিস্ফোরণ ঘটে । তাতেই ফরিদ-সহ দু’জন আহত হয় । স্থানীয়রা আরও দাবি করেছে যে বিস্ফোরণের পরেও তার বাড়িতে অপরিশোধিত বোমা দেখা গেছে।
বিস্ফোরণের পরে, স্থানীয় বিজেপি কর্মীরা মামলার কঠোর পদক্ষেপের দাবিতে ঘটনাস্থলের বাইরে বিক্ষোভ শুরু করে। সূত্রের দাবি, ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি লোহার তৈরি পাইপ বাজেয়াপ্ত করেছে । এই ঘটনায় ফরিদেএ টালির ছাদের ঘরের আংশিক ক্ষতি হয়েছে।
ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও । তিনি তৃণমূল নেতা ইন্দ্রজিৎ ধরের সঙ্গে ফরিদ শেখের ছবি শেয়ার করে এক্স-এ লিখেছেন,’রাজ্যের ক্ষমতাসীন দল টিএমসির সক্রিয় সদস্য হতে গেলে অপরিহার্য যোগ্যতা সন্ত্রাসে জড়িত বলে মনে হচ্ছে। কেউ যদি পাশবিক শক্তির মাধ্যমে সাধারণ মানুষ ও বিরোধী দলের সদস্যদের ভয় দেখাতে না পারে, তবে তাকে তৃণমূলের কর্মী বলে মনে করা যায় না! আজও মুর্শিদাবাদের লালবাগ এলাকায় বোমা বানাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে ফরিদ শেখ, একজন তৃণমূল কর্মী যিনি স্থানীয় পৌরসভার চেয়ারম্যানের খুব ঘনিষ্ঠ বলে জানা গেছে।’
তিনি আরও লিখেছেন,’এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ফরিদ শেখ দীর্ঘদিন ধরে বোমা তৈরির সঙ্গে জড়িত ছিল। এলাকায় ত্রাস সৃষ্টিতেও সে ছিল দক্ষ। কিন্তু আজ তার ভাগ্যের করুণ মোড়! বোমা তৈরি করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তৃণমূল কর্মী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ মুখ্যমন্ত্রী কি এখন এই ঘটনার জন্য মুর্শিদাবাদের এসপিকে দায়ী করবেন? আমাদের জবাব দিন মমতা ব্যানার্জি !’