দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ আগস্ট : সিপিএম-তৃণমূলের মধ্যে বোমাবাজির মাঝে পড়ে গুরুতর জখম মুর্শিদাবাদ জেলার সালারের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে ভর্তি করা হয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে । জখম কিশোরের নাম আল্লারাখা শেখ (১২) । তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ বোমা বিস্ফোরণে ঝলসে গেছে ।
প্রসঙ্গত,মূর্শিদাবাদ জেলার রাজনৈতিক সংঘর্ষ কবলিত এলাকাগুলির প্রথম সারিতে রয়েছে সালার । পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই শুরু হয়েছে টানটান উত্তেজনা । তার উপর সিপিএমের টিকিটে বিজয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য ইদ মহম্মদ ওরফে বুলেট তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই উত্তেজনা চরম আকার ধারণ করে । পরাজিত তৃণমূল প্রার্থী ফারুক সেখ কিছুতেই ইদ মহম্মদকে মেনে নিতে পারছিলেন না । এনিয়ে দু’পক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছিল । এদিন তা চরম আকার ধারণ করে ।
স্থানীয় সূত্রে খবর,সালার গ্রামের একটা জায়গার দখল নিয়ে এদিন সকালে দুই পরিবারের মধ্যে ঝামেলা বাধে । ক্রমে তা রাজনৈতিক রূপ নেয় । সকাল থেকেই দুই পক্ষের লোকজনের মধ্যে দেদার বোমাবাজি চলছিল । সেই সময় পাড়ার একটি দোকানে বাড়ির জন্য টুকিটাকি সামগ্রী কিনতে যাচ্ছিল আল্লারাখা শেখ নামে ওই কিশোর । আর ঠিক তখনই তার সামনে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয় । গুরুতর জখম হয় সে । পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । কিন্তু কিশোরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কাটোয়া হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় । এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছে জখম কিশোরের পরিবার ।।