এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৯ ডিসেম্বর : বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হল মুর্শিদাবাদে । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় । পুলিশ সূত্রে খবর, মৃতরা হল মহাতাব কলোনির বাসিন্দা মুস্তাকিন শেখ (২৮) এবং খয়েরতলার বাসিন্দা মামন মোল্লা (৩০) ও সাকিরুল ইসলাম (৩২) । জানা গেছে, রবিবার গভীর রাতে মামুন মোল্লার বাড়িতে বোমা বাধার কাজ হচ্ছিল। সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাতেই তিনজনের মৃত্যু হয়। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মামন মোল্লার পাকা বাড়ির ছাদ উড়ে যায় । বহুদুর পর্যন্ত শোনা যায় বিস্ফোরণের আওয়াজ । আহতদের স্থানীয় ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা পুলিশের খাতায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত । কাফ সিরাপ ফেনসিডিল পাচারে তারা যুক্ত । এছাড়া একাধিক গুরুতর অপরাধে তাদের বিরুদ্ধে মামল চলছে বলে জানা গেছে । বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক হিংসা ও ভারত বিদ্বেষের প্রেক্ষাপটে সীমান্ত লাগোয়া ওই এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় ভাবাচ্ছে পুলিশকে । বোমা বাঁধার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে । ঘটনার তদন্ত করছে পুলিশ ।।