এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৬ জানুয়ারী : রহস্যজনকভাবে খুন হলেন আফগান পার্লামেন্টের প্রাক্তন সদস্যা মুরসাল নবীজাদেহে(Mursal Nabizadeh)। শনিবার রাতে কাবুলের আহমেদ শাহ বাবা মিনে এলাকায় নিজের বাড়িতে অজ্ঞাত পরিচয় সশস্ত্র দুষ্কৃতীদের দ্বারা তার এক দেহরক্ষীসহ নিহত হন তিনি । এদিকে এই খুনের ঘটনায় তালিবানকেই কাঠগড়ায় তুলেছেন আফগান রাজনীতিবিদ ও সাধারণ মানুষ । আফগানিস্তানের ইসলামিক ঐক্য পার্টির নেতা মোহাম্মদ মোহাগেঘ সোমবার তার টুইটার পৃষ্ঠায় নবীজাদেহের হত্যাকে একটি অপরাধ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এই ঘটনাটি তালেবান শাসনের অধীনে রাজনৈতিক নেতাদের অসহায়ত্ব প্রমাণ করে । অভিজ্ঞ মহলের মতে এই হত্যাকাণ্ডে তালিবানেরই হাত আছে । আহমাদ ফাইকও এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের দেশে কেউই অনাক্রম্য নয় এবং কেউ জবাবদিহি করতে পারে না।’
ইউরোপীয় পার্লামেন্টের জার্মান সদস্য হান্না নিউম্যানও এক টুইট বার্তায় বলেছেন যে মারসাল নেবিজাদেহ হত্যার খবর শুনে তিনি হতবাক।
নির্বাসিত আফগান রাজনীতিবিদরাও মিসেস নাবিজাদেহের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলেছেন যে এই ধরনের ঘটনার জন্য তালেবান দায়ী।
সোরায়া আমিরি নামে একজন টুইট করেছেন, ‘তারা আফগানিস্তানকে নারীদের জন্য নরক বানিয়েছে ! মেয়েদের জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করার পর, মুরসাল নবীজাদেহ হত্যা আফগানিস্তানে নারীদের টার্গেট করার জন্য তালিবানদের বর্তমান পরিকল্পনা হতে পারে।বরাবরের মতো, একজন মহিলা শিকার হয়েছেন ।’ তবে এই ঘটনায় এযাবৎ মুখ খোলেনি কট্টরপন্থী গোষ্ঠী তালিবান ।।