এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৭ ফেব্রুয়ারী : সম্পত্তির লোভে ১ কোটি টাকা সুপারি দিয়ে বাবাকে খুন করালো ছেলে । যদিও দুই সুপারি কিলারসহ গুনধর ছেলে ধরা পড়েছে পুলিশের হাতে । ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরুর । নিহতের নাম নারায়ণস্নামি ।তাঁর ছেলে মণিকান্ত এবং সুপারি কিলার শিবকুমার ও নবীন কুমার বর্তমানে মারাঠ গ্রাম পুলিশের হেফাজতে । এই ঘটনায় খুনের মামলা দায়ের করা হয়েছে এবং তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,গত ১৩ ফেব্রুয়ারী অ্যাপার্টমেন্টের পার্কিং এলাকায় খুন করা হয় নারায়ণস্বামীকে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে বাবার স্থাবর অস্থাবর সম্পত্তির হাতানোর জন্য দীর্ঘ দিন ধরেই চেষ্টা চালাচ্ছিল মণিকণ্ঠ । কিন্তু কিছুতেই সে তার বাবাকে রাজি করাতে পারছিল না । শেষে বাবাকে চিরতরে সরাতে সে খুনের পরিকল্পনা করে । সুপারি কিলার শিবকুমার ও নবীন কুমারের সাথে ১ কোটি টাকার রফা করে ফেলে মণিকণ্ঠ । তাদের ১ লাখ টাকা অগ্রিমও দিয়েছিল । পুলিশ জানিয়েছে, মণিকান্ত আগেও তার প্রথম স্ত্রীকে খুন করে জেলে গিয়েছিল । পরে সে জামিনে মুক্ত হয় । জেল থেকে বেরিয়ে এসে ফের বিয়ে করে সে । দ্বিতীয় পক্ষের একটি মেয়ে রয়েছে তার ।।