এইদিন ওয়েবডেস্ক,টাঙ্গাইল,০৮ জানুয়ারী : রাতের অন্ধকারে বাংলাদেশের টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু মুজিবর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানপন্থী মুসলিমরা । সোমবার (৬ জানুয়ারি) রাতের পর ম্যুরাল ভাঙার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এই ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, তিনি ম্যুরাল ভাঙার বিষয়টি জানেন না। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা পপি খাতুন জানান, তিনি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বিষয়টি শুনেছেন, তবে ব্যস্ততার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি।
জানা যায়, ২০১৫ সালের ২৭ অক্টোবর প্রাক্তন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আখম মোজাম্মেল হক ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বঙ্গবন্ধুর ম্যুরালটি উদ্বোধন করেছিলেন । কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর থেকে দেশের অন্যান্য জায়গার পাশাপাশি ভূঞাপুরের ওই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি নিশানায় ছিল সন্ত্রাসী সংগঠন হিযবুত, জামাত ইসলামি ও বাংলাদেশ ন্যাশানাল পার্টির জঙ্গিদের । তারা ওই ম্যুরালটি ধ্বংস করার সুযোগের অপেক্ষা করছিল৷ অবশেষে সোমবার রাতে তারা সেটি ভেঙে গুঁড়িয়ে দেয় ।।