এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২০ সেপ্টেম্বর : মাদক মামলায় এক বছরের বেশি সময় ধরে জেলে থাকার পর অবশেষে অভিনেতা আরমান কোহলির জামিনের আদেন গ্রহন করল মুম্বাই হাইকোর্ট । এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিনের নির্দেশ দিয়েছেন আদালত। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) গত বছর মাদক সংক্রান্ত একটি মামলায় কোহলিকে গ্রেপ্তার করেছিল ।
উল্লেখ্য,গত বছরের ২৮শে অগাস্ট হাজি আলীর বিরুদ্ধে অভিযান চালায় এনসিবি । তাকে জেরা করে ধরা পড়ে অজয় রাজু সিং নামে এক মাদক কারবারি । তার কাছ থেকে ২৫ গ্রাম মেফেড্রোন বাজেয়াপ্ত করা হয়েছিল । গ্রেফতারের পর অজয়কে জিজ্ঞাসাবাদ করে আরমান কোহলির নাম জানতে পারে এনসিবি । পরে আরমান কোহলির বাড়ি থেকে ১.২ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয় । জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় আরমান কোহলিকে । তখন থেকেই তিনি জেলে রয়েছে ।
এরপর অসুস্থ বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে এনডিপিএস আদালতে ১৪ দিনের জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন করেন কোহলি । তবে আদালত তাঁর আবেদন খারিজ করে দেয় । পরে তিনি দুই দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন। এর আগে বিশেষ আদালত এবং বম্বে হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল । মঙ্গলবার অবশ্য জামিন মঞ্জুর করে আদালত ।।