এইদিন ওয়েবডেস্ক,১৭ সেপ্টেম্বর : চীন নিজের দেশের উইঘুর মুসলমানদের উপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে । এদিকে ভারতকে বিপাকে ফেলতে পাকিস্থানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের সুরক্ষাও দিয়ে যাচ্ছে শি জিংপিং ৷ মুম্বাই হামলার মাস্টার মাইন্ড মোস্ট ওয়ান্টেড সাজিদ মীরকে সন্ত্রাসবাদী ঘোষণা করা গেল না শুধুমাত্র চীনের বাধায় । লস্কর-ই-তৈয়বার এই কুখ্যাত সন্ত্রাসবাদীকে জাতিসংঘে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে মনোনীত করার বৃহস্পতিবারের মার্কিন প্রস্তাবে চীন বাধা দিয়েছে ।
সাজিদ মীর ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারী । এই সন্ত্রাসবাদীর উপর ৫০ লক্ষ টাকা পুরষ্কারও রয়েছে । সন্ত্রাসবাদীদের অর্থায়নের একটি মামলায় তাকে গত বছর জুন মাসে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল পাকিস্তানের আদালত । পাকিস্তান এখন বলছে মীর মারা গেছে । তবে পশ্চিমি দেশগুলি ও ভারত পাকিস্তানের এই কথায় বিশ্বাস করব না । কারন সাজিদ মীর যদি মারা গিয়েই থাকে তাহলে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে মনোনীত করা বা ব্লাক লিস্টেড করায় চীনের এত অনীহা কেন ? – এই প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে ।।