এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১১ জুন : আজ মঙ্গলবার মুম্বাই সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) জাল নথিসহ শহরে বসবাসকারী চার বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে । অভিযানের সময়, এটিএস আধিকারিকরা আবিষ্কার করেছিলেন যে অভিযুক্তরা সাম্প্রতিক লোকসভা নির্বাচনে জাল নাগরিকত্ব নথির ভিত্তিতে জাল ভোটার আইডি কার্ড ব্যবহার করে ভোটও দিয়েছিল। ধৃতরা হল রুবেল হোসেন শেখ (৩৩), সুলতান মাহমুদ শেখ (৪৬), হাফিজুর রহমান শেখ (৩৬) ও ফখরুল উদ্দিন শেখ (২৯)। এটিএস আইপিসির ধারা ৪৬৫,৪৬৮, ৪৭১,৩৪ এবং ভারতীয় পাসপোর্ট আইনের ১২(১এ) ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে। এছাড়া মুম্বাই এটিএস আরও পাঁচজন বাংলাদেশিকে শনাক্ত করেছে । এটিএস তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে ।
হোসেন শেখ ইলেকট্রিশিয়ানের কাজ করত ৷ সে জানিয়েছে যে তারা বাংলাদেশের নাগরিক । মুম্বাইয়ের শহরের বিভিন্ন এলাকায় বসবাস করছিল । বহু বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল । এক এটিএস আধিকারিক বলেছেন,তদন্তে জানা গেছে যে অভিযুক্তরা ভারতীয় পাসপোর্ট পাওয়ার জন্য গুজরাটের সুরাতের বাসিন্দা হওয়ার জাল নথি ব্যবহার করেছিল। তিনি বলেন, ওই ৪ জন ছাড়াও আরও পাঁচজন একই পদ্ধতিতে পাসপোর্ট নিয়েছিল এবং তাদের মধ্যে একজন সৌদি আরবে কাজ করতে চলে গেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের জন্য এই জাতীয় পাসপোর্ট অর্জনে সহায়তা করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি ।
চারজনকেই আজ মুম্বাইয়ের মাজগাঁও আদালতে তোলা হয় । আদালত তাদের তিনজনকে বিচারবিভাগীয় হেফাজতে এবং চতুর্থ জনকে ১৪ জুন পর্যন্ত এটিএস হেফাজতে পাঠায় । এটিএস জানিয়েছে, ধৃতদের সহযোগীদের ধরতে অভিযান চলছে। ধৃত বাংলাদেশিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গত মার্চ মাসে ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছিল মুম্বাই এটিএস ।।