এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৫ ডিসেম্বর : টিভি ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী তুনিশা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খান ওরফে শিজান খানকে গ্রেফতার করেছে মুম্বাইয়ের ওয়ালিভ থানার পুলিশ । তাঁর বিরুদ্ধে আইপিসির ৩০৬ ধারায় মামলা রজু করা হয়েছে বলে জানা গেছে । রবিবার ধৃত অভিনেতাকে আদালতে তোলা হবে । পাশাপাশি শনিবারেই মুম্বাইয়ের জেজে হাসপাতালে অভিনেত্রীর ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে তুনিশার মৃতদেহ হাসপাতালে রাখা আছে । এদিন বিকেল ৪ টায় শেষকৃত্য সম্পন্ন করা হবে ।
জানা গেছে,শনিবার ‘আলিবাবা’ নামের একটি শোতে কাজ করার সময় স্টুডিওর শৌচাগারে অভিনেত্রী তুনিশা শর্মাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় । এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে শিজান খানের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন অভিনেত্রীর মা । তাঁর অভিযোগ,শিজানের সাথে তাঁর মেয়ের অবৈধ সম্পর্ক ছিল । এই কারণে মানসিক অবসাদের শিকার হয়ে আত্মহত্যা করেছে তুনিশা ।
এদিকে একটা ছোট বাথরুমের মধ্যে কিভাবে ওই অভিনেত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন । কেআরকে টুইট করেছেন, ‘আমি বুঝতে পারি না, একটি মেয়ে সেটের একটি ছোট বাথরুমে কিভাবে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হতে পারেন ? সঠিক তদন্ত হওয়া উচিত।’
জানা গেছে,ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি । সেই কারনে তুনিশার রহস্যমৃত্যুর মামলায় হত্যা ও আত্মহত্যা উভয় দিক থেকেই বিষয়টি তদন্ত করছে পুলিশ । প্রসঙ্গত,তুনিশা শর্মার আগে ‘কুণ্ডলী ভাগ্য’ অভিনেত্রী মৃণাল ঠাকুরের সঙ্গে নাম জড়িয়েছিল শেজান মোহাম্মদ খানের । ‘যোধা আকবর’-এর শুটিংয়ের সময় চোট পেয়ে লাইমলাইটে আসেন শিজান। তখন তাঁর পা ও বুড়ো আঙুল ভেঙ্গে যায় । ফের একবার বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি ।।