এইদিন ওয়েবডেস্ক,বালুরঘাট,১৯ জুলাই : রাজ্যের সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠল । এবারে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে (Balurghat Super Speciality Hospital) ভুল ইনজেকশন দেওয়ার কারনে একাধিক প্রসুতির অসুস্থ হয়েছে বলে অভিযোগ । শুক্রবার রাতে ইনজেকশন দেওয়ার পর প্রায় ৮ থেকে ১০ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন বলে খবর । বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ।
সুকান্ত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে এনিয়ে লিখেছেন,’বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে একটি অত্যন্ত উদ্বেগজনক খবর প্রকাশ্যে আসছে! রাজ্য সরকারি হাসপাতালে ভর্তি হওয়া প্রসূতি মায়েদের একটি বিশেষ ইঞ্জেকশন প্রয়োগ করার পরেই তাঁরা প্রত্যেকে প্রবল অসুস্থতা বোধ করছেন। ইঞ্জেকশনটি প্রয়োগ করার পর থেকেই প্রায় প্রত্যেক প্রসূতি মা কাঁপুনি এবং শ্বাসজনিত সমস্যার সম্মুখীন! এমন উপসর্গ দেখা যাচ্ছে প্রায় ৮ থেকে ১০ জন প্রসূতির শরীরে।’
তিনি লিখেছেন,’সম্প্রতি এই একই ধরনের ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতি মায়ের মৃত্যুও ঘটেছিল। কিন্তু অদ্ভুতভাবে তখনও সেই প্রসূতি মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার এবং নাটকীয় কায়দায় মোড় ঘুরিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিলেন ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং তাঁর নেতৃত্বাধীন তৃণমূল সরকার।’
স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র ভাষায় সমালোচনা করে সুকান্ত মজুমদার আরও লিখেছেন,’আমি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের এই উদ্বেগজনক ঘটনায় এই মুহূর্তে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কি কারণের জন্য এই ধরনের ঘটনা ঘটল তার প্রকৃত তথ্য এবং যথাযথ কারণ ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে রাজ্যের স্বাস্থ্য সচিবকে। নতুবা এক্ষেত্রেও যদি মেদিনীপুরের মতো কোন কারণ থেকে থাকে তার দায় সম্পূর্ণ বর্তাবে রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর উপর! পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে আজ প্রসূতি মায়েদের ভুল চিকিৎসা করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন মমতা ব্যানার্জি !’
প্রসূতিদের পরিবারের অভিযোগ, একটি ইনজেকশন দেওয়ার পর কাঁপুনির পাশাপাশি শ্বাসকষ্টের উপসর্গ শুরু হয় । এনিয়ে প্রতিবাদ করলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতিদের পরিবারের লোকজনদের জোর করে হাসপাতাল থেকে বের করে দেয় বলে অভিযোগ । এদিকে বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হতেই রাতেই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা । প্রসূতিদের পরিবারের ক্ষোভের সম্ভাব্য বহিঃপ্রকাশের আশঙ্কায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশবাহিনী । হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ প্রসূতিদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে মধ্যরাতে সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। কি থেকে ওই প্রসূতিরা অসুস্থ হলেন তা সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।।