দিব্যেন্দু রায়,মঙ্গলকোট ও কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৩ অক্টোবর : অজয়নদের জল নামতেই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ও কেতুগ্রাম এলাকার ঘরবাড়ির পাশাপাশি একাধিক সড়ক পথের কঙ্গালসার চেহারা সামনে আসতে শুরু করেছে । কেতুগ্রামে জলের তোড়ে উপড়ে পড়েছে আস্ত একটি কালভার্ট । ফলে কোথায় কোথাও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল । কোথাও আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম ।
জানা গেছে,মূলত কেতুগ্রাম ও মঙ্গলকোটের অজয় নদের সংলগ্ন এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির পরিমান সব চেয়ে বেশি । কেতুগ্রামের বিল্লেশ্বর অঞ্চলের এলাকার রাস্তাঘাট ও কালভার্ট ভেঙে যাওয়ায় একাধিক গ্রামের যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে ।কাটোয়া-চরকি বাইপাস,ভুলকুড়ি-পালিটার সড়কপথগুলির জায়গায় জায়গায় পিচ পাথর উড়ে গিয়েছে । জলের এতটাই বেগ ছিল যে কেতুগ্রামের বড়মালিয়া গ্রামের কাছে একটি কালভার্ট উপড়ে পড়ে যায় । যার জেরে যাতায়ত করতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রামবাসীরা ।
অন্যদিকে জানা গেছে, মঙ্গলকোট পঞ্চায়েতের নতুনহাট বাজার অজয়নদের তীরবর্তী হওয়ায় ঘরবাড়ির পাশাপাশি রাস্তাঘাটেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । এছাড়া পুরাতনহাট, মজলিসদিঘির পাড়, কাছারিডাঙ্গাসহ লাখুড়িয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার কারনে বাড়িঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে । রবিবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন সাংসদ অসিত মাল ও মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী ।।