এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১২ মে : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, ব্রিটেনসহ পশ্চিমিদেশগুলো । বহুজাতিক সংস্থাগুলি ঘোষণা করেছিল তারা রাশিয়া থেকে ব্যাবসা গুটিয়ে নেবে । কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র । রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে,ত্রিশটি বিদেশি কোম্পানির মধ্যে আঠারোটি এখনও রাশিয়ায় তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে । পেপসিকো,নেসলে থেকে শুরু করে বহুজাতিক ফুড জায়ান্ট হিসেবে পরিচিত এক ডজনের বেশি কোম্পাানি বহাল তবিয়তে রাশিয়ায় ব্যাবসা চালিয়ে যাচ্ছে । ফরাসি ফুড জায়ান্ট ড্যানোনের ১৯টি কারখানায় পুরোদমে উৎপাদন অব্যাহত রয়েছে । দক্ষিণ কোরিয়ার এলজির মত কোম্পানিগুলো রাশিয়ায় আগের মতই উৎপাদন করে যাচ্ছে ।
রাশিয়ায় জার্মান কোম্পানি বশের ৭ কারখানার একটিতেও উৎপাদন বন্ধ নেই । লেনিনগ্রাদ অঞ্চলের কারখানাগুলোয় ওয়াশিং মেশিন ও রেফ্রিজারেটর উৎপাদন করে বশ । সামারা অঞ্চলের কারখানায় প্রস্তুত করা হয় গাড়ির যন্ত্রাংশ । সবকটি কারখানায় পুরোদমে উৎপাদন চলছে । এছাড়া তামাক জাত পণ্যের পশ্চিমি কোম্পানিগুলি রাশিয়ায় তাদের কোনো কারখানাই বন্ধ করেনি। তবে ভক্সওয়াগন, মার্সিডিজ,রেনো,টয়োটা, হুন্দাই, নিসান ও কিয়ারের মত বৃহৎ অটোমোবাইল কোম্পানিগুলোর বেশিরভাগ সরবরাহ সংকটের কারণে রাশিয়ার কারখানায় উৎপাদন সাময়িক স্থগিত করেছে ।
শুধু তাই নয় রাশিয়ার বাজারে নতুন নতুন প্রোডাক্ট আনার পরিকল্পনাও করেছে বেশ কিছু কোম্পানি । ওই তালিকায় প্রথমেই রয়েছে পেপসিকোর নাম । সুইস কোম্পানি নেসলে রাশিয়ায় কিটক্যাট ও নেসকিক বিক্রি বন্ধ করলেও অন্যান্য আইটেম যথারীতি বিক্রি করে যাচ্ছে ।।