এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২২ জানুয়ারী : শনিবার সকালে মুম্বাইয়ের তারদেব এলাকার ভাটিয়া হাসপাতালের কাছে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । ২০ তলার ওই ভবনে অগ্নিকাণ্ডের জেরে ২ জনের মৃত্যু হয়েছে । জখম হয়েছে ১৯ জন । আহতদের মধ্যে ১৫ জনকে ভাটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । যার মধ্যে ৩ জনের আইসিইউতে এবং ১২ জনের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা চলছে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । এমন পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর(Kishori Pednekar) জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ধোঁয়ার কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে ।অক্সিজেন সহায়তার প্রয়োজন থাকায় ৬ জনকে কাছাকাছি হাসপাতালে রেফার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
জানা এদিন সকাল ৭ টা ২৮ নাগাদ ওই বহুতলের লেভেল থ্রি-তে আচমকা আগুন ধরে যায় । আগুন এতটাই ভয়াবহ ছিল যে ১৩টি ফায়ার টেন্ডারের সাহায্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । তবে ভবনটিতে এখনো উদ্ধার অভিযান চলছে। ভবনের কাছে পাঁচটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে ।।