অভিষেক চৌধুরী,বর্ধমান,২৪ ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে কটাক্ষ করার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচণে দুশোরও বেশি আসন নিয়ে বাংলার মসনদ দখল নিতে চলেছে বিজেপি বৃহস্পতিবার এমনিই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়।শুধু তাই নয় তৃণমূল কংগ্রেস এই নির্বাচণে দু অঙ্কও পার করতে পারবে না বলে ভবিষ্যৎবাণী করে দিলেন রাজনীতির এই চাণক্য।পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার সাতগাছিয়া এলাকায় বিজেপির যোগদান মেলা সহ ওই জনসভায় নির্বাচণের আগেই এই বক্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিকমহলে।এছাড়াও এইদিনের যোগদানে তৃণমূলের একটি পন্চায়েতও বিজেপি দখল নিতে চলেছে বলে জানান বিজেপির জেলা সভাপতি।
আগামী বিধানসভা নির্বাচণে আগের সব হিসাব ওলোটপালোট হয়ে যাবে।শুধু তাই নয় বিজেপি শেষ অবধি যে আসন পাবে তাও হবে বেশ মনে রাখার মতো হবে বলে এমনিই চান্চল্যকর বক্তব্যও এইদিন রাখেন বিজেপি নেতা মুকুল রায়।এই বিষয়ে মুকুল রায় বলেন,‘যারা বলছে তৃণমূল তিন দশক,দু দশক,তারা এই সব হিসেব ভুলে যাবে।কোনো হিসেব থাকবে না।কত আসনে গিয়ে বিজেপি যে শেষ অবধি দাঁড়াবে,এইটাই কিন্তু এখন আলোচ্য বিষয়।’অর্থাৎ বিজেপি রেকর্ড সংখ্যক আসনে জয়লাভ করে বাংলার মসনদ দখল করতে চলেছে বলে আগেভাগেই জানিয়ে দিলেন রাজনীতিতে চাণক্য নামে পরিচিত মুকুল।এইদিন তিনি আরো একধাপ এগিয়ে বলেন,‘২০২১ লিখে-লিখে নিন দুশো সিটেরও বেশি আসন নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে।’কয়েকদিন আগেই তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর ট্যুইটে জানান যে দু অঙ্কের সিট নিয়েই বিজেপিকে সন্তুষ্ট থাকতে হবে।ঠিক তখনিই রাজনীতির চাণক্য বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় এইদিন জানিয়ে দেন যে,আগামী নির্বাচণে দু অঙ্কও পার করতে পারবে না তৃণমূল কংগ্রেস।যদিও রাজনৈতিকমহলের মতে ভোটের আগে দুই দলের এই ধরনের মন্তব্য রাজনৈতিক চমক ছাড়া আর কিছু নয়।গত লোকসভা নির্বাচণে বিজেপির ফলাফল অন্যান্যবারের তুলনায় বেশ ভালো হলেও সেই জয়ে বিজেপির হয়ে ভোটে দায়িত্বে থাকা মুকুলবাবু যে সন্তুষ্ট নন এইদিন তার বক্তব্যে আক্ষেপের সুরও শোনা যায়।তিনি বলেন,‘পারিনি,আমরা চেষ্টা করেছিলাম,হয়নি।আমরা আঠারো-য় গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম।’যদিও এই আক্ষেপের সুরকে তুলে ধরে কর্মী সমর্থকদের চাঙ্গা করতেই এইধরনের আরো বক্তব্য তিনি রাখেন।তার বার্তা আর যেন সেইরকম না হয়।অর্থাৎ অনেক বেশী সংখ্যক আসনে জয় পেতেই হবে বলে পরোক্ষভাবে তিনি বুঝিয়ে দেন।
বৃহস্পতিবার মন্তেশ্বর বিধানসভায় বিজেপির এই জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ও উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো।সংখ্যালঘু অধ্যষিত এই বিধানসভা এলাকায় থিকথিকে জনতার উপচে পড়া ভিড় দেখে বিজেপি নেতৃত্বও এইদিন বেশ আশ্বস্ত হোন।কারণ মন্তেশ্বর বিধানসভায় গত নির্বাচণে জয় পায় তৃণমূল কংগ্রেস।লোকসভা নির্বাচণেও মন্তেশ্বর বিধানসভায় ত্রিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল।তাই সি এ এ ও এন আর সি-র মতো বিষয়কে উল্লেখ না করেই এইদিনের জনসভায় মুকুল রায় তার বক্তব্যে সংখ্যালঘু মানুষজনকে বিজেপি দলের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার মতো বিশেষ বার্তাও দেন।এইদিনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরপর্বে মুকুল রায় আরো আক্রমণাত্মক হয়ে তিনি বলেন,‘মমতা ব্যানার্জী এখন কি বলছেন উনি নিজেই জানেন না।উল্টোপাল্টা কথা বলছেন।বাংলায় যে নির্বাচণ আসছে সেই নির্বাচণে দু অঙ্ক পার করতে পারবে না তৃণমূল কংগ্রেস।সিঙ্গুর নিয়ে নতুন সরকার আসবে এবং সেই সরকার নিশ্চিত করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার হবে।’শেষ পর্যন্ত আমরাই জিতবো মমতা বন্দ্যোপাধ্যায় এইকথা বলছেন এইরকমই এক প্রশ্ন মুকুলবাবুকে জিজ্ঞাসা করতেই উনি বলেন,‘ভুল বলছেন।মানুষ যখন হেরে যায় না,তখন তো একটা এক্সপ্লোসেন দিতেই হয়।সেই জন্যই এইকথা গুলো বলছেন।’জাতপাতের রাজনীতি করছেন মমতা?এই প্রশ্নের উত্তরে মুকুল বলেন,‘এইসব জাতপাতের রাজনীতি করে এইবার আর কিছু হবে না।মানুষ যখন জনস্রোত হয় তখন সেই জন হারিয়ে দেয়।’শান্তিনিকেতনে রাজ্যসরকারকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে মুকুল বাবুকে এক সাংবাদিক প্রশ্ন করলে তার উত্তরে তিনি বলেন,‘আপনি চিঠি দেখেছেন যে,রাজ্য সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে।মুখ্যমন্ত্রী দেখিয়েছেন?একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন মমতা ব্যানার্জী’।এইদিনের যোগদান মেলার বিষয়ে বর্ধমান পূর্ব বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন,‘আজকের যোগদান মেলায় প্রায় তিনহাজার কর্মী সমর্থক তৃণমূল ও সিপিএম থেকে বিজেপি দলে যোগদান করেন।অধিকাংশই তৃণমূল দলের।এর মধ্যে বোহার -২ পন্চায়েতের তৃণমূলের ১১ জন সদস্য ও ২ জন পন্চায়েত সমিতির সদস্য রয়েছেন।তাই বর্তমানে বোহার পন্চায়েত বিজেপির দখলে এলো।’