এইদিন ওয়েবডেস্ক,কানপুর,২৩ জুন : উত্তরপ্রদেশের কানপুরের হিংসার ঘটনায় এবার পুলিশের জালে বাবা বিরিয়ানি রেস্টুরেন্টের মালিক মুখতার বাবা । কানপুর হিংসায় প্রধান অভিযুক্ত হায়াত জাফর হাশমি জওহর ফ্যান অ্যাসোসিয়েশনকে আর্থিক সাহায্য করার অভিযোগ উঠেছে কানপুরের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে । পাশাপাশি গত ৩ জুন কানপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনায় পাথর ছোঁড়ায় যুক্তদের বিনামূল্যে বিরিয়ানি খাওয়ানোর অভিযোগ উঠেছে মুখতার বাবার বিরুদ্ধে । হিংসার ঘটনার পর থেকেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের র্যাডারে ছিল বিল্ডার মহম্মদ বাসি এবং মুখতার বাবা । তবে তারা এতদিন পলাতক ছিল । শেষ পর্যন্ত মুখতারকে পাকড়াও করতে সক্ষম হয় সিট ।
যুগ্ম পুলিশ কমিশনার আনন্দ প্রকাশ তিওয়ারি বলেন,’ওই দিনের হিংসায় অনেক নাম উঠে এসেছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ক্রাউড ফান্ডিংয়ে মুখতার বাবার নাম উঠেছিল । তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।’
তবে শুধু হিংসার ঘটনায় অর্থ সাহায্যই নয়,বাবা বিরিয়ানি রেস্টুরেন্টটি যে জায়গায় রয়েছে সেটি আদপে মন্দিরের জায়গা বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা । সম্প্রতি কিছু রিপোর্টে বলা হয়েছিল বর্তমানে যেখানে বাবা বিরিয়ানি রেস্টুরেন্ট চলছে সেই জায়গাটি সরকারী নথিতে রাম-জানকি মন্দির হিসাবে নথিভুক্ত রয়েছে । এখানে ভগবান শ্রী রামের একটি মন্দির ছিল। আশির দশক পর্যন্ত এখানে নিয়মিত পূজাও হতো । কিন্তু বর্তমানে মন্দিরের অল্প কিছু অংশ অবশিষ্ট আছে। সেটাও জরাজীর্ণ অবস্থায় রয়েছে । মন্দিরের অন্যান্য অংশ ভেঙে সেখানে সাইকেল মেরামতের কাজ করতেন মুখতার বাবা । বর্তমানে সেটি রেস্টুরেন্টের রান্নাঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে ।।