এইদিন ওয়েবডেস্ক,যশোর(বাংলাদেশ),২২ মার্চ : বাংলাদেশের মাদ্রাসায় ফের ধর্ষণের ঘটনা ঘটেছে । এবারে বাংলাদেশের যশোরের আবরপুরে একটি কওমি মহিলা মাদ্রাসার এক ১২ বছর বয়স্ক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার মুহতামিম বা প্রধান শিক্ষকশাহাদৎ হোসেনকে (৩৫)গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব। ১৯ মার্চ রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
গ্রেপ্তার প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন (৩৫) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ও যশোর সদরের পাওয়ার হাউসপাড়া এলাকার বাসিন্দা । জানা গেছে,গত ৮ মার্চ যশোরের আরবপুর এলাকার পাওয়ার হাউজপাড়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক ওই ছাত্রীকে ধর্ষণ করে । ওই ছাত্রী মাদ্রাসায় আবাসিক ভবনে থেকে লেখাপড়া করত। মাদ্রাসার প্রধান শিক্ষক পরিবার নিয়ে মাদ্রাসা ভবনের নিচ তলায় বসবাস করে । আর সকল ছাত্রী একই আবাসিক ভবনের উপর তলায় থাকে ।অভিযোগ, গত ৮ মার্চ দুপুরে শাহাদাৎ হোসেনের স্ত্রী ঘরের বাইরে ছিল, সেই সুযোগে কৌশলে ওই শিশু ছাত্রীকে নিজের ঘরে ডেকে আনে সে । এরপর মেয়েটিকে ঘরে আটকে রেখে ভয় দেখিয়ে তাকেধর্ষণ করে শাহাদাৎ হোসেন। বিষয়টি কাউকে জানালে ছাত্রীকে সে হত্যার হুমকি দেখায় । পরে ওই ছাত্রী বিষয়টি তার মাকে জানালে তিনি মাদ্রাসার প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে ১১ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই আসামি শাহাদাৎ হোসেন চম্পট দেয় ।
শেষে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল ওই ধর্ষক শিক্ষককে মঙ্গলবারগভীর রাতে ঝালকাঠি জেলার লেবুবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে । ২০ মার্চ ধৃতকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।।