এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ জুলাই : মঙ্গলবার মহরমের শোভাযাত্রার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর পাওয়া গেছে ৷ উত্তরপ্রদেশের কানপুরে অস্ত্র নিয়ে তাজিয়া মিছিলের দু’জনকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ । পাশাপাশি পথচলতি মানুষের ওপর হামলার অভিযোগ উঠেছে মিছিলে অংশ নেওয়া লোকজনের বিরুদ্ধে । হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন কিশোরও ছিল । পাশাপাশি উত্তরপ্রদেশের আমেঠিতে মহরমের মিছিলে “হিন্দুস্থান মে রহেনা হ্যা…হায় হোসেন কেহেনা হ্যায়” শ্লোগানও দেওয়া হয় । অন্যদিকে মহরমের দিন ভোরে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার ঝরিয়ায় ৩ মহরম কমিটির মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঝাড়খণ্ডের হিংসার বিষয়ে সংবাপত্র প্রভাত খবরের প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির সদস্যরা একে অপরকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাথর নিক্ষেপ করে । তুমুল লড়াই ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহেরা নেয় গোটা এলাকা । মহরমের দিন ভোরে ৩টি আখড়া কমিটির মধ্যে এই সংঘর্ষ হয়।
প্রতিবেদনে বলা হয়েছে,ধানবাদ জেলার ঝরিয়ায়, তিনটি মহরম কমিটির লোকেরা চৌথাইকুলি থেকে কাটরাস মোড়ের উপড়কুলি পর্যন্ত এক থেকে দেড় ঘণ্টা ধরে হিংসা ছড়ায় । পাথর ছুড়ে মাথায় গুরুতর জখম হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। মোট আহতের সংখ্যা এখনও জানা যায়নি। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
হিংসার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাথর নিক্ষেপকারী লোকজনকে থামায় । অনেক পরিশ্রমের পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় । সিন্দ্রি ডিএসপি নিজে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। ডিএসপি সেখানে ক্যাম্প করছেন। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বলা হয়েছে,মহরমের মিছিলে নানা স্টান্টবাজির সময় আগুনের শিখা নিয়ে স্টান্ট করছিল কয়েকজন। পুলিশ তাদের এ ধরনের স্টান্ট করতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে আগুনের গোলা ছোড়া হয় বলে অভিযোগ । তবে সৌভাগ্যক্রমে কোনো পুলিশ সদস্য এতে আহত হননি। ভোররাতে মহরমের মিছিলে সংঘর্ষের পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।।