এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ মার্চ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ থাইল্যান্ডে বিমসটেকের শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী তো যাচ্ছেনই, পাশাপাশি মুহাম্মদ ইউনূসও সেখানে যাচ্ছেন । ইউনূসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই একাধিকবার আবেদন জানিয়েছে বাংলাদেশের বিদেশ দপ্তর । কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি । তবে হাল ছাড়তে রাজি নন বাংলাদেশের বিদেশ দপ্তরের মহম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, ‘বিমসটেক সামিটে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য আমরা প্রস্তুত। এখন দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছি।’
আগামী ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। বৈঠকে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন মুহাম্মদ ইউনূস। সম্মেলন শেষ করে ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। তার মাঝে যেনতেন প্রকারেণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একবার সাক্ষাৎ করতে চাইছেন । কিন্তু ইউনূস আসার পর থেকে বাংলাদেশ জুড়ে ইসলামি মৌলবাদীদের ব্যাপক ভারত বিদ্বেষ কাজ করছে । ভারতর জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের অবমাননা করছে । সন্ত্রাসের আঁতুর ঘর পাকিস্তানকে অলিখিত “গড ফাদার” এর স্বীকৃতি দিয়ে “ইন্ডিয়া আউট” ক্যাম্পেন চালাচ্ছে বাংলাদেশের মুসলিমরা । পাশাপাশি অবর্ণনীয় সাম্প্রদায়িক হিংসার শিকার হচ্ছে সেদেশের সংখ্যালঘু হিন্দুরা৷ ফলে এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী যদি ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তাতে ভারতীয় হিন্দুরা যে চরম ক্ষিপ্ত হবে এটা বলাই বাহুল্য ।।