এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৪ সেপ্টেম্বর : শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ-খুনের ঘটনার প্রায় এক বছর পর অভিযুক্ত মহম্মদ আব্বাসকে (২২) দোষী সাব্যস্ত করল শিলিগুড়ি মহকুমা আদালত । আগামী শুক্রবার সাজা ঘোষণা করা হবে । এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ষণ-খুনের দোষীদের দ্রুত সাজা ঘোষণার বিষয়ে মঙ্গলবার বিধানসভায় আইন পাশ করার পর অভিযুক্তের ফাঁসির দাবি উঠছে সমস্ত মহল থেকে ।
প্রসঙ্গত, শিলিগুড়ি সংলগ্ন দার্জিলিঙ মোড় এলাকার একটি নেপালি স্কুলে একাদশ শ্রেনিতে পড়াশোনা করতো নিহত ছাত্রী । গতবছর ২১ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায় । ওইদিন বিকেলের দিকে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার রবীন্দ্রপল্লী এলাকায় একটি পরিত্যক্ত ঘরের মধ্যে মেয়েটির থেঁতলানো দেহ উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ । তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে ঘটনার ৬ ঘন্টার মধ্যে অভিযুক্ত মহম্মদ আব্বাসকে পুলিশ গ্রেফতার করে । পুলিশ তখন জানায় যে স্কুল ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিলো। ধর্ষণে বাধা পাওয়াতেই তার মাথা ইঁট দিয়ে থেঁতলে সে খুন করেছে । গত ১ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে আজ তথ্যপ্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে তাকে দোষী সব্যস্ত করা হয়। আগামী শুক্রবার দোষীর সাজা ঘোষণা হবে । অভিযুক্তের সর্বোচ্চ সাজার দাবিতে সরব হয়েছে নিহতের পরিবারসহ এলাকার মানুষ ।।