এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৫ জানুয়ারী : জুনাগড়ে ৩১ শে জানুয়ারী নেশামুক্ত সংক্রান্ত একটি অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্য দেওয়ার পর রবিবার রাতে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে ইসলামি নেতা মুফতি সালমান আজহারীকে (Mufti Salman Azhari) । রামমন্দির নির্মান ও উদ্বোধনে ক্ষিপ্ত হয়ে মুফতি বলেছিল,’কিছুদিনের অপেক্ষা মাত্র । আজ কুকুরের সময়, কাল আমাদের সময় আসবে ।’ তার এই বক্তব্যের পরেই নড়েচড়ে বসে পুলিশ । গুজরাট এটিএস মুম্বাই থেকে আমেদাবাদে মৌলানার কাছে আসে এবং তাকে গ্রেফতার করে । মাওলানার কিছু কর্মকাণ্ড সন্দেহজনক হওয়ায় মোবাইলটিও খতিয়ে দেখা হয়েছে। পাকিস্তানের সঙ্গে এর যোগসূত্র নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে,মুফতি সালমান আজহারীর জন্ম কর্ণাটকে । বর্তমানে সে মুম্বাইতে পরিবারের সাথে বসবাস করছিল । তার সোশ্যাল মিডিয়া পেজে একাধিক ঘৃণা মূলক পোস্ট রয়েছে । কট্টরপন্থী এই মাওলানার ট্রাস্ট ও পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মাওলানার ট্রাস্টের টাকা কী কাজে লাগত, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । গুজরাট এটিএস মৌলানা কার সংস্পর্শে রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।
জুনাগড়ের পুলিশ প্রধান হর্ষদ মেহতা পুরো মামলা সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে আসক্তি মুক্ত করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। যেখানে বিতর্কিত বক্তব্য দিয়েছেন মুসলিম ধর্মাবলম্বী মাওলানা মুফতি। জুনাগড় বি ডিভিশন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মাওলানাকে মুম্বাই পুলিশ এবং গুজরাট এটিএস পুরো মামলায় গ্রেপ্তার করেছে এবং ঘাটকোপার থানার হেফাজতে নেওয়া হয়েছে । জুনাগড়ের পুলিশ প্রধান মাওলানাকে গ্রেপ্তার নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করতে বলেছেন। সোশ্যাল মিডিয়ায় যারা বিতর্কিত মন্তব্য করে সামাজিক পরিবেশ অশান্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রধান।
এদিকে মুফতি সালমান আজহারিকে রাস্তা দিয়ে গুজরাটে নিয়ে যাওয়া হচ্ছে৷ তাঁর মুক্তির দাবিতে তাঁর বিপুল সংখ্যক সমর্থক থানার বাইরে জড়ো হওয়ার পরে মুম্বাই পুলিশ ভিড়কে ছত্রভঙ্গ করে ৷ এদিকে মুম্বাইয়ে গ্রেফতারের সময় বিক্ষোভ দেখানো ৪ জনকে আটক করেছে পুলিশ ।।