এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুলাই : তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো তখন বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছেন । ২৬শের ভোটে বাংলায় বিজেপিকে “শুন্য” করার কথা বলছেন । ভিন রাজ্যে কথিত বাঙালিদের উপর অত্যাচার নিয়ে সরব হচ্ছেন । ঠিক সেই সময় আচমকা অজ্ঞান হয়ে পড়ে গেলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। ঘটনাকে ঘিরে হুলুস্থুল কান্ড বেধে যায় একুশে জুলাইয়ের সভামঞ্চে ।
যদিও দ্রুত তাকে সভাস্থলের বাইরে এনে অ্যাম্বুলেন্সে চাপিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । ইতিমধ্যে তার জ্ঞান ফিরে আসে এবং তিনি জানান যে তীব্র গরমের কারনে অসুস্থ হয়ে পড়েছেন । তবে শুধু কীর্তি আজাদই নন,প্রচণ্ড গরমে একে একে অনেকেই অসুস্থ হতে শুরু করেন। অসুস্থ হয়ে পড়েন মদন মিত্রও। দুপুর দেড়টার কিছুক্ষণ পড় সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় সাংসদ শতাব্দী রায়কেও ।।

