এইদিন বিনোদন ডেস্ক,০২ মার্চ : চলতি সপ্তাহে ওটিটিতে এসেছে বেশ কিছু ক্রাইম থ্রিলার সিনেমা ও সিরিজ। হিন্দি সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী শাবানা আজমিকে দেখা গেছে ‘ডাব্বা কার্টেল’ নামের এক সিনেমায়, যা নির্মিত হয়েছে পাঁচজন নারীর ক্যাটারিং সার্ভিসকে ঘিরে।এছাড়াও ববি দেওলের ‘এক বদনাম আশ্রম সিজন থ্রি’ এসেছে ওটিটি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারে। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে কলেজ পড়ুয়া হোস্টেলে থাকা মেয়েদের গল্পের ‘জিদ্দি গার্লস’। নেটফ্লিক্সে এসেছে কেড হাডসনের ‘রানিং পয়েন্ট’। চলতি সপ্তাহের ওটিটির সিরিজ -সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
পাঁচ নারীর ‘ডাব্বা কার্টেল’
ক্রাইম থ্রিলার সিনেমা ‘ডাব্বা কার্টেল’ নির্মিত হয়েছে পাঁচজন নারীর গল্প ঘিরে। যারা একটি সাধারণ ক্যাটারিং সার্ভিসের আড়ালে ভয়াবহ মাদক ব্যবসা পরিচালনা করতেন। তাদের খুঁজে বের করতে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী, সেখান থেকে তারা নিজেদের কীভাবে রক্ষা করে সেই গল্পই দেখা যাবে সিনেমায়। নেটফ্লিক্সে গত শুক্রবার থেকে দেখা যাচ্ছে সিনেমাটি। ডাব্বা কার্টেলে অভিনয় করেছেন শাবানা আজমি, গজরাজ রাও, জ্যোতিকা, নিমিশা সজায়ন, শালিনী পান্ডে, অঞ্জলি আনন্দ, সাই তামহংকর, যীশু সেনগুপ্ত, লিলেট দুবে, ভূপেন্দ্র সিং জাদওয়াদ।ছবিটি পরিচালনা করেছেন হিতেশ ভাটিয়া।
ববি দেওলের ‘এক বদনাম আশ্রম সিজন থ্রি’
গত শুক্রবার থেকে ‘আশ্রম’ সিরিজের তৃতীয় মৌসুম ‘এক বদনাম আশ্রম সিজন থ্রি’ চলছে এমএক্স প্লেয়ারে। প্রকাশ ঝায়ের পরিচালনায় সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল। এতে আরও অভিনয় করেছেন অদিতি পোহাঙ্কর, দর্শন কুমার, চন্দন রায় সান্যাল, তুষার পাণ্ডে, অনুপ্রিয়া গোয়েঙ্কা, ত্রিধা চৌধুরী। এই সিজনের চরিত্রগুলো দ্বিতীয় সিজন থেকে আরও জটিল করে তুলে ধরা হয়েছে। বাবা নিরালার চরিত্রে ফিরে এসেছেন ববি দেওল এবং তার শক্তি ও প্রতিপত্তি আরও বৃদ্ধি পেয়েছে। এই সিজনে বাবা নিরালা একসময় যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার পতনের চিত্রও তুলে ধরা হয়েছে। সিরিজটি দেখা যাচ্ছে এমএক্স প্লেয়ার প্ল্যাটফর্মে।
কলেজ পড়ুয়া মেয়েদের গল্পে ‘জিদ্দি গার্লস’
সোনালি বোস পরিচালিত ওয়েব সিরিজ ‘জিদ্দি গার্লস’ দেখাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও। গত বৃহস্পতিবার থেকে সিরিজটি দেখা যাচ্ছে। এই সিরিজের গল্প কলেজপড়ুয়া মারিন্দা হাউসের গার্লস হোস্টেলের মেয়েদের উপর ভিত্তি করে নির্মিত। যারা নানা ধরনের কর্মকাণ্ডে ঐতিহ্যবাহী কলেজের সুনাম নষ্ট হতে বসে। কিন্তু একদিন বাইরের শত্রুরা কলেজটি ধবংস করে দেওয়ার হুমকি দিরে, ওই শিক্ষার্থীরাই তাদের শিক্ষা প্রতিষ্ঠানটি বাঁচাতে এগিয়ে আসে। এই সিরিজে অভিনয় করেছেন সিমরান, নন্দিতা দাস, নন্দিশ সিং সান্ধু, লিলেট দুবে এবং রেবতী।
নেটফ্লিক্সে ‘রানিং পয়েন্ট’
স্পোর্টস কমেডি সিরিজ ‘রানিং পয়েন্ট’। গত বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে কেড হাডসনকে। সিরিজটি নির্মাণ করেছেন জেমস পনসোল্ড।সিরিজের গল্প এগিয়েছে ইসলা গর্ডন নামের এক ব্যক্তিকে ঘিরে। যিনি সারা জীবন তার পরিবার থেকে উপেক্ষিত হয়ে আসছেন। হঠাৎ করেই তিনি পরিবারের মালিকানাধীন বাস্কেটবল দল এলএ ওয়েভসের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান। কিন্তু তার ক্ষমতা ও যোগ্যতা নিয়ে চারদিকে সন্দেহের দৃষ্টি। সব বাধা অগ্রাহ্য করে তিনি নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নেন।।