এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০৪ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র শয্যা বিশিষ্ট করার দাবিতে আন্দোলন শুরু করল গুসকরা নাগরিক সমাজ । আজ শুক্রবার থেকে গুসকরা রেলস্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ এবং গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে ওই অরাজনৈতিক সংগঠনটি । সংগঠনের সম্পাদক সুবীর রাণা বলেন,’গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার । অথিচ এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র ৷ প্রতিদিন প্রচুর রোগী চিকিৎসা করাতে আসে । কিন্তু রোগীরা ঠিকমত পরিষেবা পান না।
জানা গেছে,গুসকরা শহরে বর্ধমান সিউড়ি-২ বি জাতীয় সড়কের ধারেই রয়েছে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে ১০ টি শয্যা রয়েছে। শুধুমাত্র গুসকরা শহর বা আউশগ্রাম থানার বিভিন্ন গ্রাম থেকেই নয়, পাশ্ববর্তী ভাতার ও মঙ্গলকোট ব্লকের একাংশ থেকেও প্রচুর রোগী চিকিৎসা করাতে আসে । কিন্তু সীমিত পরিকাঠামোর কারনে চিকিৎসা করাতে এসে বিপাকে পড়তে হয় রোগীদের । অধিকাংশ ক্ষেত্রেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয় বলে অভিযোগ ।
সুবীরবাবু বলেন,’সেই কারণে আমাদের দাবি যে এই স্বাস্থ্যকেন্দ্র টিকে ২০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হোক এবং উন্নতমানের চিকিৎসা পরিষেবা দেওয়া হোক ।’ এই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শেষে সংশ্লিষ্ট দপ্তরে দাবিপত্র পাঠানো হবে বলে তিনি জানান।।