এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০১ ডিসেম্বর : ছিনতাইয়ের গল্প ফেঁদে চানাচুর কারখানার লক্ষাধিক টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে একটি মোটরভ্যানের চালককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গৌতম রায় (৩৩) । তার বাড়ি কাটোয়া থানার সুড্ডা গ্রামে । শনিবার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা সহ পুলিশ তাকে গ্রেফতার করে । আজ রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ২ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
জানা গেছে,কাটোয়া শহরের পাবনা কলোনীর বাসিন্দা সঞ্জয় ভাস্কর নামে এক ব্যবসায়ীর চানাচুর কারখানায় ডেলিভারি ও দোকানদারদের কাছ থেকে বিক্রির টাকা সংগ্রহের কাজ করতেন গৌতম রায় । মোটরভ্যানে করে কাটোয়া, মঙ্গলকোট , ভাতার প্রভৃতি এলাকার বিভিন্ন দোকানে চানাচুর সরবরাহ এবং পাওনা টাকা সংগ্রহ করে এনে মালিকের হাতে তুলে দিতেন । প্রায় ৯ বছর ধরে তিনি এই কাজ করে আসছিলেন । ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায় ।
সঞ্জয় ভাস্কর বলেন,’শুক্রবার সন্ধ্যা ৬-৩৫ মিনিট নাগাদ গৌতম আমাকে ফোন করে বলে যে মঙ্গলকোটের শীতলগ্রাম ও যজ্ঞেশ্বরডিহি গ্রামের মাঝামাঝি এলাকায় বর্ধমান কাটোয়া রোডে তিনজন অপরিচিত দুস্কৃতী তাঁর কাছ থেকে ১ লক্ষ ৬৫ হাজার ছিনতাই করে পালিয়ে গেছে । ওই টাকার মধ্যে সে বলগোনার এক ব্যবসায়ীর কাছে এক লক্ষ টাকা, মঙ্গলকোটের সাঁওতার এক ব্যবসায়ীর কাছে ১৫,৬৬০ টাকা এবং শেষে নিগনের এক ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা পেমেন্ট নিয়ে ফিরছিল ।এরপর শনিবার আমি গৌতমকে সঙ্গে নিয়ে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করি ।’
পুলিশ সূত্রে খবর,অভিযোগ পাওয়ার পর এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ । কিন্তু ছিনতাইয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি । এরপর মোটরভ্যানের চালককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে শুরু করে । শেষ পর্যন্ত পুলিশের জেরায় সে ভেঙে পড়ে এবং নিজের অপরাধ কবুল করে । শনিবার পুলিশ তাকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে ।।