প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ নভেম্বর : পুলিশি জুলুমবাজির প্রতিবাদে এবার গর্জে উঠলো
মোটর ভ্যান চালকরা। মোটর ভ্যান নিয়ে পথে বের হলেই পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের ট্রাফিক ওসি টাকার দাবি করা করছে।সেই দাবি মত টাকা দিতে না পারলেই মামলা ফাঁসিয়ে দেওয়া হচ্ছে মোটর ভ্যান চালকদের। সাথে সাথে মোটর ভ্যানও বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে।এমন অভিযোগ এনে মঙ্গলবার কাটোয়া ডেপুটেশন দিল সারা বাংলা মোটর ভ্যান চালকদের সংগঠন AIUTUC। শুধু ডেপুটেশন দেওয়াই নয়,পুলিশে এহেন জুলুমবাজি বন্ধ না হলে বৃহ্ত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও এদিন দিয়ে রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা এবং সংগঠনের জেলা নেতা নির্মল মাঝি।
যে কোন অনৈতিক কাজ রোখার জন্য সম্প্রতি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত পুলিশ সড়ক পথে মোটর ভ্যানের দাপাদাপি নিয়ে পদক্ষেপ করতে নামতেই পাল্টা পথে নেমে পড়েছে মোটর ভ্যান চালকদের সংগঠন।যদিও সংগঠনের নেতারাও জানেন,মোটর ভ্যান আদতে এমন এক যন্ত্র চলিত মালবাহী গাড়ি যার কোন রেজিস্ট্রেশনই নেই। বিনা লাইসেন্সেই মোটর ভ্যান চালান চালকরা। সরকারের ঘরে ট্যাক্সও জমা দিতে হয় না। এই ভাবেই সারা রাজ্যে লক্ষ লক্ষ মোটর ভ্যান চলছে। গ্রাম থেকে শহর,সর্বত্রই এখন পথে দাপিয়ে বেড়ায় মোটর ভ্যান। মোটর ভ্যানে অতিরিক্ত পণ্য পরিবহন এখন অনেকটাই যেন চোখ বুঝে দেখে নেওয়ার মত ব্যাপার হয়ে দাড়িয়েছে ।
এই মোটর ভ্যান নিয়ে পুলিশ ও প্রশাসনের কর্তাদের চিন্তার কারণটা অবশ্য যথেষ্টই উদ্বেগের । কারণটা হল ,সরকারকে কোন ট্যাক্স দিয়ে বিনা ড্রাইভিং লাইসেন্সে চলা মোটর ভ্যান দুর্ঘটনা ঘটলে তার মাশুল দিতে হয় দুর্ঘটনা গ্রস্তদের। মোটর ভ্যান দুর্ঘটনায় মোটর ভ্যানের চালক বা পথচারী ,যাঁরই মৃত্যু হোক না কেন, কেউ কোন ইনসিওরেন্সের ক্লেম পাচ্ছে না। পুলিশ সূত্রে খবর ,এইসব বিষয় গুলি মাথায় রেখেই অতিরিক্ত পন্য নিয়ে মোটর ভ্যানের পথে চলায় লাগাম পরাতেই কাটোয়ার ট্রাফিক ওসি মোটর ভ্যান চালকদের ধরে এবং ১২ টি মোটর ভ্যান আটক করে।
ট্রাফিক ওসির এই পদক্ষেপ গ্রহন নিয়েই আপত্তি তুলেছে সারা বাংলা মোটর ভ্যান চালকদের সংগঠন AIUTUC।সংগঠনের রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা এবং জেলা নেতা নির্মল মাঝি এদিন পুলিশের পাকড়াও ১২ টি মোটর ভ্যান অবিলম্বে ছাড়ার দাবি করেন। পাশাপাশি তাঁরা অভিযোগ করেন ভোটর ভ্যান চালকদের কাছ থেকে টাকা আদায় করা পুলিশকে বন্ধ করতে হবে।মোটর ভ্যান চালকদের লাইসেন্স প্রদান সহ আরো একাধিক দাবিতে সংগঠনের নেতারা এদিন বেশ কিছু মোটর ভ্যান চালককে সঙ্গে নিয়ে এদিন কাটোয়া রেগুলেটে থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌছান ।মহকুমা শাসককের দপ্তরে গিয়ে তাঁরা দাবি সনদ পেশ করেন। পুলিশের প্রতি জুলুমবাজির অভিযোগ তুলে বিক্ষোভও দেখান। তাঁরাট্রাফিক ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনেরও দাবি রাখেন মহকুমা শাসকের কাছে।।