এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১৬ ফেব্রুয়ারী : তুরস্কে ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হল ২ শিশুসহ মা । তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে,মায়ের নাম এলা। আর তার দুই সন্তানের নাম মিসাম এবং আলী। আন্তাকিয়া শহরে বিধ্বস্ত এক ভবনের ধ্বংসস্তূপ থেকে বুধবার তাদের উদ্ধার করেছে উদ্ধারকারী দল । এর আগে বুধবার তুরস্কের কাহরামানমারাস নামক শহর থেকে ২২২ ঘণ্টা পর ৪২ বছর বয়সী এক মহিলাকে উদ্ধার করা হয় । একই শহর থেকে পরবর্তীতে ৭৪ বছর বয়সী আরও এক মহিলাকে ধ্বংসস্তূপের নিচে থেকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল ।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি ২০২৩) ৭.৮ মাত্রার ভূমিকম্প এবং একাধিক আফটার শক হয় তুরস্কে । শক্তিশালী এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের গাজিয়ানতেপ ।গাজিয়ানতেপ ও তার পার্শ্ববর্তী কাহরামানমারাসে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয় । হাজার খানেক আবাসন ধূলিস্যাৎ হয়ে যায় । এযাবৎ ৪১ হাজারের বেশি মানুষ মারা গেছে ভয়াবহ ভূমিকম্পে । বর্তমানে উদ্ধার অভিযান চলছে । ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে । দিয়ারবাকির একটি আবাসন থেকে ১২২ ঘন্টা পর বুধবার একটি কুকুর মা ও তার দুই শাবককে উদ্ধার করেছে উদ্ধারকারী দল ।।