এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ নভেম্বর : পারিবারিক কলহের জেরে ৩ বছরের ছেলে ও ১ বছরের মেয়েকে জবাই করে খুন করে আত্মঘাতী হলেন বাংলাদেশের বগুড়ার শাজাহানপুর উপজেলার খৈলশাকান্দি গ্রামের এক গৃহবধূ । ওই গৃহবধূর নাম সাদিয়া বেগম । আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।
খলিশাকান্দি গ্রামের বাসিন্দা সাদিয়া বেগমের স্বামী শাহাদাৎ হোসেন পেশায় সেনাকর্মী । তিনি ময়মনসিংহে কর্মরত ।স্থানীয়রা জানায়, এই দম্পতির মধ্যে আগে থেকে পারিবারিক কলহ ছিল। আজ সকালে তাদের মধ্যে নতুন করে ঝামেলা বাঁধে। তারপর সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে জবাই করে মা নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘দাম্পত্য কলহ থেকেই মূলত এই ঘটনা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। কয়েকদিন আগে ছুটিতে সেনা সদস্য কাজল বাড়িতে আসেন। তার কাছ থেকে জানতে পেরেছি তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ হতো। আজ সকালে তাদের দাম্পত্য কলহের এক পর্যায়ে গৃহবধূ তার বঁটি দিয়ে দুই সন্তানকে জবাই করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।’ ওসি আরও বলেন,’মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’।

