প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ এপ্রিল : মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল মা ও ছেলের । সোমবার দুপুরে পূর্ব বর্ধমানের রায়না বাসস্ট্যান্ডের কাছেই দুর্ঘটনাটি ঘটে । পুলিশ জানিয়েছে মৃতরা হলেন সাগরিকা চক্রবর্তী (৫৫) ও সত্যপ্রসন্ন চক্রবর্তী (৩৩)। জেলার মাধবডিহি থানার ছোটবৈনান গ্রামে তাদের বাড়ি ।ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি এদিনই পাঠানো হয় বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে । পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটবৈনান গ্রাম নিবাসী সাগরিকা চক্রবর্তী রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মী।তাঁর ছলে সত্যপ্রসন্ন চক্রবর্তী পেশায় শিক্ষক । রায়না হাসপাতাল থেকে মাকে বাইকে চাপিয়ে নিয়ে বাড়ি ফিরছিলো সত্যপ্রসন্ন । পথে রায়না বাসস্ট্যান্ডের কাছে একটি লরিকে ওভারটেক করার সময় দূর্ঘটনাটি ঘটে।লরির ধাক্কায় গুরুতর জখম হয়ে বাইক আরোহীরা রাস্তায় লুটিয়ে পড়েন । দুর্ঘটনার পরেই লরি নিয়ে পালিয়ে যায় চালক ও খালাসী । স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে রায়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘাতক লরির খোঁজ শুরু করেছে ।।