এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৫ মার্চ : প্রবীণ নেত্তারু হত্যা মামলায় মোস্ট ওয়ান্টেড অভিযুক্তকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ধৃতের নাম তৌফিল । শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বেঙ্গালুরু শহরের অমৃতহল্লি থানার অন্তর্গত দশরাহল্লিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় । এর আগে পলাতক তৌফিলের উপর পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল । শনিবার রাতে গোপন সূত্র থেকে খবর পেয়ে ১০ জনেরও বেশি এনআইএ-এর একটি দল অমৃতহাল্লি থানার অন্তর্গত দশরাহল্লিতে মাদিকেরিতে তৌফিলের বাড়িতে যান । সেই সময় তৌফিল ছাগলের মাংস কাটছিল । দু’জন আধিকারিক ঘরের ভিতরে ঢুকতেই হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তৌফিল তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে । বাকি আধিকারিকরা বিষয়টি বুঝতে পেরে তৌফিলকে ধরে ফেলে ।
প্রসঙ্গত,নিহত প্রবীণ কুমার বেঙ্গালুরু বিজেপির যুব মোর্চার সদস্য ছিলেন । দক্ষিণ কন্নড় জেলার সুল্যা তালুকের বেলার এলাকায় পেরুওয়াজে ক্রসের কাছে তাঁর মুরগির মাংসের দোকান ছিল । গত বছর ২৬ শে জুলাই রাত ৮ টায় দোকান বন্ধ করে তিনি বাড়ির দিকে রওনা হন । সেই সময় বাইকে করে আসা তিনজন তলোয়ারের দিয়ে তার উপর হামলা চালায়। প্রবীণ কুমারের গোটা শরীরে এলোপাথাড়ি কুপিয়ে ফের বাইকে চড়ে পালিয়ে যায় ৩ দুষ্কৃতী । প্রবীণকে তাৎক্ষণিকভাবে পুত্তুর হাসপাতালে ভর্তি করা হলেও ঘাড়ে প্রচণ্ড আঘাতের কারণে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় । এ ঘটনায় এযাবৎ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । ঘটনার পর থেকেই পলাতক ছিল দ্বিতীয় মূল অভিযুক্ত তৌফিল । অবশেষে শনিবার রাতে সে ধরা পড়ে ।।