এইদিন ওয়েবডেস্ক,হায়দরাবাদ,১৬ সেপ্টেম্বর : মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা সঞ্জয় দীপক রাওকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ । মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য সঞ্জয় দীপক রাওকে হন্যে হয়ে খুঁজছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) পাশাপাশি তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এবং মহারাষ্ট্র পুলিশ । মহারাষ্ট্র সরকার দীপক রাওয়ের উপর ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা পর্যন্ত করেছিল । অবশেষে ওই কুখ্যাত মাওবাদী নেতাকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ । জানা গেছে,দিন চারেক আগে হায়দ্রাবাদে আসে দীপক রাও । এসআইবি থেকে সেই খবর জানতে পারে সাইবরাবাদ পুলিশ । তারপর গোপন ঠিকানায় হানা দিয়ে পুলিশ ওই মাওবাদী নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
হায়দরাবাদের ডিজিপি অঞ্জনে কুমার জানিয়েছেন, সন্দীপ হায়দরাবাদের কুকাটপল্লীর মালয়েশিয়া টাউন হাউসে লুকিয়ে ছিল । ধৃত সঞ্জয় দীপক মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পশ্চিম কানুমালা বিশেষ যুগ্ম কমিটির সম্পাদক । মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটক পুলিশ তাকে দীর্ঘ দিন ধরে খুঁজছিল । কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে সে এতদিন পালিয়ে বেড়াতে সক্ষম হয় ।।