এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৮ নভেম্বর ঃ কিছুদিন আগে বর্ধমানে এসে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এখনও রয়েছেন নিজের মেজাজেই। শনিবার বর্ধমানে দলীয় কর্মসূচিতে এসে তিনি তা বুঝিয়ে দিলেন।শুধু তাই নয়, এদিন তাকে দেখা গেল আরও বেপরোয়া মেজাজে। দলীয় কর্মসূচিতে এসে রাজ্যের শাসকদলকে আক্রমণ শানাতে গিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় এদিন বললেন,”এই রাজ্য সরকারের বেশিরভাগ মন্ত্রীই চোর। আর ছমাস ওরা লালবাতি গাড়ি চাপবেন।” রাজুর কথায়,” কার নাম বলবো? স্বপন দেবনাথ ? জ্যোতিপ্রিয় মল্লিক ? ববি হাকিম থেকে অনুব্রত মন্ডল।ওরাকেউ চোর, কেউ মাফিয়া।” পাশাপাশি তিনি পুলিশকেও একহাত নিয়ে বলেন,”এখানে দুরকম পুলিশ আছে।কাটমানি খাওয়া পুলিশ আর দক্ষ পুলিশ। দক্ষ পুলিশদের পিছনে ঠেলে দেওয়া হয়েছে। তৃণমূলের যেমন নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। তেমনই দক্ষ পুলিশ আর কাটমানি খাওয়া পুলিশের মধ্যে সংঘর্ষ বাধবে।”
তিনি আরও বলেন,”ওরা আর ক’ মাস লালবাতির গাড়ি চাপবে? ২০২১ এ ওরা সাফ হয়ে যাবে।”এদিন মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথকে সরাসরি আক্রমণ করে বলেন, ” স্বপন দেবনাথ একজন ক্রিমিনাল।”
এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে স্বপন দেবনাথ বলেন; “আমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই।যদি থাকে সেটা পুলিশ প্রশাসন দেখুক।আমি মানুষের কোর্টেই বিচারের ভার তুলে দিলাম।”
দেখুন ভিডিও :